promotional_ad

রাজস্থানের নেতৃত্বে ফিরলেন স্যামসন

বিসিসিআই
চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় আইপিএলের প্রথম তিন ম্যাচে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে শুধুই ব্যাটিং করেছেন সাঞ্জু স্যামসন। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সের অনুমতি পাওয়ায় রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ফিরছেন ডানহাতি উইকেটকিপার ব্যাপার। অধিনায়কের পাশাপাশি কিপিং করার অনুমতিও পেয়েছেন স্যামসন।

promotional_ad

চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলার সময় জফরা আর্চারের বলে আঙুলে চোট পেয়েছিলেন স্যামসন। আঙুলে অস্ত্রোপচার করানোর পর বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। গুঞ্জন ছিল রাজস্থানের হয়ে আইপিএলের প্রথম কয়েকটি মিস করতে পারেন ডানহাতি এই ব্যাটার। তবে প্রথম থেকেই আইপিএল খেলার অনুমতি পান তিনি। 


আরো পড়ুন

কোহলিদের বিপক্ষেও রাজস্থানের অধিনায়ক পরাগ, নেই স্যামসন

২১ এপ্রিল ২৫
বিসিসিআই

যদিও পুরোপুরি সেরে না ওঠায় কিপিং কিংবা ফিল্ডিং করাতে খানিকটা ঝুঁকি ছিল। সেকারণেই প্রথম তিন ম্যাচে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলেছেন তিনি। প্রথম তিন ম্যাচে ১৫৫ স্ট্রাইক রেটে ৯৯ রান করেছেন স্যামসন। ডানহাতি ব্যাটারের ফিল্ডিং কিংবা কিপিং করার অনুমতি না থাকায় রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন রিয়ান পরাগ।


promotional_ad

প্রথমবারের মতো আইপিএলের নেতৃত্ব দিতে নেমে প্রথম দুই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হারে পরাগের নেতৃত্বাধীন রাজস্থান। তবে তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পায় তারা। গৌহাটিতে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে রাজস্থান। বর্তমানে ৩ ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের নয়ে অবস্থান করছে তারা। 


আরো পড়ুন

১১ ছক্কায় ৩৫ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্ব রেকর্ডে রাজস্থানের জয়

২৯ এপ্রিল ২৫
বিসিসিআই

স্যামসনের নেতৃত্বে ফেরা নিয়ে এক বিবৃতিতে রাজস্থান জানায়, ইতিবাচক উন্নতি হওয়ায় স্যামসন পুরোদমে তার নেতৃত্বে ফিরছে এবং পরের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে নেতৃত্ব দেবে। স্যামসনের অগ্রগতিতে ফ্র্যাঞ্চাইজি উৎসাহিত করে এবং তাকে উইকেটের পেছনে ও অধিনায়কত্বে ফিরে পেতে অধীর অপেক্ষা করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball