promotional_ad

মিরাজের কাছে শামীমের পারফরম্যান্স ‘অবিশ্বাস্য’

ক্রিকফ্রেঞ্জি
টানা অফ ফর্মের জন্য লিটন দাসের বাদ পড়াটা অনুমেয়ই ছিল। ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিসদের সামলাতে একাদশে বাঁহাতি ব্যাটার বাড়ানোর পরিকল্পনাও ছিল টিম ম্যানেজমেন্টের। ব্যাটে-বলে মিলে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগটা মেলে শামীম হোসেন পাটোয়ারির। লিটনের জায়গায় খেলতে নামায় স্বাভাবিকভাবেই বাড়তি চাপ ছিল বাঁহাতি ব্যাটারের উপর।

promotional_ad

ব্যাটিংয়ে নেমে সেই চাপটা ভালোভাবেই সরিয়ে দিয়েছিলেন। তবে আসিথা ফার্নান্দোর ফাঁদে পা দিয়ে ছক্কা মারার চেষ্টায় শামীমকে ফিরতে হয় ২২ রানে। ব্যাটিংটাও যুতসই না হলেও সেটা বোলিংয়ে পুষিয়ে দিয়েছেন ভালোভাবেই। ডানহাতি অফ স্পিনে শ্রীলঙ্কান ব্যাটিং লাইনআপকে চেপে ধরলেন। আঁটসাঁট বোলিংয়ে ৯ ওভারে দিয়েছেন মোটে ২২ রান। চারিথ আসালাঙ্কার উইকেট নেয়ার পাশাপাশি করেছেন এক ওভার মেডেন। ম্যাচ শেষে তাই শামীমের পারফরম্যান্সের প্রশংসা করলেন মেহেদী হাসান মিরাজ।


আরো পড়ুন

‘বোলাররাই মার খায়, তুই পারবি’, তানভিরকে বলেছিলেন মিরাজ

১১ ঘন্টা আগে
৫ উইকেট নিয়ে ম্যাচ জেতানোর পর তানভির ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘মাঝের ওভারে শামীম পাটোয়ারি ভালো বোলিং করেছে। আমার কাছে মনে হয় মাঝের ওভারে তানভীর, শামীম পাটোয়ারির যে ৯টা ওভার, ওই ৯টা ওভার আমাদের অনেক সুবিধা দিয়েছে। শামীম অনেকদিন পর দলে এসেছে এবং যেভাবে ব্যাটিং-বোলিং করেছে—এটা আমার কাছে নে হয় অবিশ্বাস্য।’


শামীমের ওমন আঁটসাঁট বোলিংয়ের সঙ্গে লঙ্কানদের বোকা বানিয়েছেন তানভীর ইসলাম। বাঁহাতি স্পিনারের শুরুটা অবশ্য ছিল বিভীষিকাময়। নিজের প্রথম দুই ওভারেই দিয়েছিলেন ২২ রান। তবে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন পরোক্ষণেই। তিনে নেমে বাংলাদেশের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছিলেন কুশল মেন্ডিস। ২০ বলে হাফ সেঞ্চুরি করা ব্যাটারকে ফিরিয়ে সফরকারীদের খানিকটা স্বস্তি দিয়েছেন তানভীর।


promotional_ad

মেন্ডিসের পাশাপাশি নিশান মাদুশকা, কামিন্দু, দুনিথ ওয়াল্লালাগে ও মাহিশ থিকশানার উইকেট নিয়েছেন। সবমিলিয়ে নিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৩৯ রান খরচায় তানভীরের শিকার ৫ উইকেট। মিরাজের কাছে অবশ্য ম্যাচের টার্নিং পয়েন্ট মেন্ডিসকে ফেরানো। পাওয়ার প্লেতে ৭৫ রান তোলে শ্রীলঙ্কা, যার বেশিরভাগই আছে মেন্ডিসের ব্যাট থেকে।


আরো পড়ুন

পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

১৩ মিনিট আগে
আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত

মিরাজ বলেন, ‘আমার কাছে মনে হয় প্রত্যেকটা মুহুর্তই আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। দেখুন—একই সময়ে উইকেটগুলো আমাদের দরকার ছিল। তানভীর যেভাবে বোলিং করেছে, ও কুশলের উইকেটটা যেভাবে নিয়েছে... কারণ দেখুন—৯ ওভারে ওদের ৭০—এর বেশি রান ছিল। এরপরেও কিন্তু সবাই বিশ্বাস করেছে আমরা ম্যাচটা জিততে পারি। তানভীরও যখন ওকে (কুশল) আউট করেছে।’


বোলিংয়ে স্বস্তি পেলেও অস্বস্তি আছে ব্যাটিং নিয়ে। প্রথম ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করেছিলেন তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিক। দ্বিতীয় ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস এসেছে তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। তবে মিরাজের কাছে সবচেয়ে উদ্বেগের জায়গায় বড় জুটি গড়তে না পারা। কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে সর্বোচ্চ ৬৩ রান এসেছে ইমন ও নাজমুল হোসেন শান্তর জুটি থেকে। বাকিদের কেউই জুটিতে পঞ্চাশ ছুঁতে পারেনি। তবুও হৃদয়, ইমনদের ব্যাটিংয়ে খুশি মিরাজ।


বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সত্যি কথা বলতে সবমিলিয়ে খুব ভালো ক্রিকেট খেলেছি। আরও কিছু জায়গায় ভালো করতে পারতাম, তাহলে আরও ভালো হতো। বিশেষ করে আমরা ৫০ ওভারে ব্যাটিং করতে পারিনি। অবশ্যই, আমাদের ৫০ ওভার ব্যাটিং করা উচিত ছিল। সত্যি বলতে আমাদের শুরুটা ভালো হয়েছে, বিশেষ করে ইমন যেভাবে ব্যাটিং করেছে।’


‘ওর জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, শান্তও যেভাবে খেলেছে...। উইকেট পরার পর তাওহীদ হৃদয় যেভাবে একটা প্রান্ত আগলে রেখেছে খেলেছে এটাও ইতিবাচক দিক। আমরা জুটি বড় করতে পারিনি, এটা উদ্বেগের বিষয়। মাঝের ওভারে আমাদের উইকেট গেছে। আমরা যদি এখানে ভালো করতে পারতাম তাহলে চিত্রটা অন্যরকম হতো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball