
ডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করা শামীম জানালেন, এটাই তাঁর কাজ
একটা সময় নির্দিষ্ট কিছু শটসের বাইরে খুব বেশি খেলতে পারতেন না শামীম হোসেন পাটোয়ারি। মিষ্টার ৩৬০ ডিগ্রি খ্যাত সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং অনুসরণ করে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন বাঁহাতি এই ব্যাটার। নিজের জোন থেকে বেরিয়ে এখন উইকেটের চারপাশেই শটস খেলতে পারেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ রাখলেন দারুণভাবে। সিরিজে ফিরে নিজের ব্যাটিং নিয়ে শামীম জানালেন এত খুশি হওয়ার খুশি নেই, এটাই তাঁর কাজ।