ডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করা শামীম জানালেন, এটাই তাঁর কাজ

ছবি: ক্রিকফ্রেঞ্জি

ক্যান্ডিতে শ্রীলঙ্কান পেসার কিংবা স্পিনার, কারও বিপক্ষেই সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নাইম শেখ, মেহেদী হাসান মিরাজরা যেখানে শটসই খেলতে পারছিলেন না সেখানে শেষের দিকে ব্যাটিংয়ে নেমে ২ ছক্কায় ৫ বলে ১৪ রান করেছিলেন শামীম। ক্যান্ডিতে যেখানে থেমেছিলেন ডাম্বুলায় সেখান থেকেই শুরু করেন বাঁহাতি এই ব্যাটার। একটু বেশি বল খেলার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালেন দারুণভাবে।
মিরাজের কাছে শামীমের পারফরম্যান্স ‘অবিশ্বাস্য’
৬ জুলাই ২৫
থুসারাকে এক্সট্রা কভার দিয়ে চার মারার পরের বলে লং অফের উপর দিয়ে উড়িয়ে যেমনে ছক্কা মেরেছেন তেমনি সুযোগ পেলেই থার্ডম্যানের উপর দিয়েও বল সীমানা ছাড়া করেছেন। সবমিলিয়ে উইকেটের চারপাশে নানান রকমের শটের পসরা সাজিয়ে ৫ চার ও ২ ছক্কায় ২৭ বলে খেলেছেন ৪৮ রানের ইনিংস। ব্যাটিং করেছেন ১৭৭.৭৮ স্ট্রাইক রেটে। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও তৎপর ছিলেন শামীম।

আভিস্কা ফার্নান্দোর ক্যাচ নেয়ার পাশাপাশি কুশল মেন্ডিসকে সরাসরি থ্রোতে রান আউট করেছেন তিনি। পুরো সিরিজ জুড়েই বাংলাদেশকে ভুগিয়েছেন মেন্ডিস। অথচ তাকেই সরাসরি থ্রোতে জ্বলে উঠার আগেই ফিরিয়ে দিয়েছেন শামীম। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংও দারুণ অবদান রেখে বাঁহাতি ব্যাটার বলেন, ‘আসলে খুব বেশি খুশি হওয়ার কিছু নেই। এটা আমার প্রতিদিনের কাজ।’
‘হৃদয় আর লিটনের ইনিংসটা খুব দরকার ছিল’
৮ ঘন্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরের সময় শামীম জানিয়েছিলেন, তিনি ডি ভিলিয়ার্সের ব্যাটিং অনেক বেশ অনুসরণ করেন। হেড পজিশন ও এলবো নিয়ে কাজ করেই সাম্প্রতিক সময়ে সেটার ফল পাচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে আবারও জানালেন, সাউথ আফ্রিকান ব্যাটারের প্রতি নিজের ভালো লাগার কথা।
সেই সঙ্গে বাঁহাতি ব্যাটার মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিবাচক থাকাটাই গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে শামীম বলেন, ‘অবশ্যই, ব্যক্তিগতভাবে আমি এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করি। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি এবং টি-টোয়েন্টির খেলাটাই হচ্ছে ইতিবাচকতা। আমি মনে করি যত বেশি ইতিবাচক থাকব ততো ভালো।’