প্রোটিয়াদের বিপক্ষে ইমার্জিং সিরিজের দলে আকবর-জিসান

ছবি: জিসান আলম ও আকবর আলী, বিসিবি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সিরিজ খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ইমার্জিং দলও। আসন্ন এই সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেটকে হারিয়ে প্লে-অফের আরও কাছে রাজশাহী
২৭ জানুয়ারি ২৫
দলে আছেন আকবর আলী ও জিসান আলমের মতো ক্রিকেটার। সুযোগ পেয়েছেন মারুফ মৃধা ও রায়ান রাফসানের মতো নিয়মিত পারফর্মাররাও। আসাদুজ্জামান পায়েল, মারুফ মৃধা, রিপন মন্ডল থাকছেন বোলিং আক্রমণে।

প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। ওয়ানডে ম্যাচগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হবে, আর চারদিনের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়।
রূপগঞ্জকে হারিয়ে শিরোপার আরও কাছে আবাহনী
২৬ এপ্রিল ২৫
আগামী ১২ মে রাজশাহীতে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এ ছাড়া ১৪ ও ১৬ মে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে আগামী ২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ হবে ২৭ মে ঢাকায়।
বাংলাদেশ ইমার্জিং দল:
জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, আকবর আলি, প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ, আসাদুজ্জামান পায়েল, মারুফ মৃধা, রিপন মন্ডল।