ছন্দহীনতা কাটিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করে আবাহনীকে জেতালেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

শান্তর সেঞ্চুরিতে রূপগঞ্জকে হারিয়ে শীর্ষেই আবাহনী

সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরিতে বড় পুঁজির ভিত পেলেও সেটা কাজে লাগাতে পারেননি লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটাররা। আফিফ হোসেন, আকবর আলীদের ব্যর্থতার সঙ্গে শেষের দিকে জাকের আলী অনিক দ্রুত রান তুলতে না পারায় ২৯২ রানে থামতে হয় তাদের। তিনশ ছুঁইছুঁই লক্ষ্য তাড়ায় পারভেজ হোসেন ইমন প্রথম ওভারে ফিরলেও আবাহনী লিমিটেডের কাজটা কঠিন হতে দেননি জিসান আলম ও নাজমুল হোসেন শান্ত। ওপেনার জিসান পঞ্চাশের আগে আউট হলেও সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক শান্ত।। বাঁহাতি ব্যাটারের ১০১ রানের ইনিংসে রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। এমন জয়ে ডিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো বর্তমান চ্যাম্পিয়নরা।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক