‘সঠিক পরিবেশ’ পেলে আবারো পাকিস্তানের কোচ হতে রাজি কারস্টেন

আন্তর্জাতিক
‘সঠিক পরিবেশ’ পেলে আবারো পাকিস্তানের কোচ হতে রাজি কারস্টেন
গ্যারি কারস্টেন, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দায়িত্ব নেয়ার মাত্র ছয় মাসের মাথায় পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারি কারস্টেন। সাউথ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার তখন তার আকস্মিক পদত্যাগের কারণ না জানালেও দীর্ঘদিন পর অবশেষে মুখ খুলেছেন।

সম্প্রতি ‘উইজডেন ক্রিকেট পেট্রিয়ন’ পডকাস্টে কথা বলতে গিয়ে কারস্টেন জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অভ্যন্তরীণ কোন্দল, ক্ষমতার লড়াই এবং কোচ হিসেবে তার কর্তৃত্বহীনতাই ছিল প্রধান কারণ।

কারস্টেন বলেন, 'এটা ছিল অস্থির কয়েকটা মাস। আমি দ্রুত বুঝে গিয়েছিলাম যে, এখানে আমার প্রভাব খুবই সীমিত হবে। যখন আমাকে নির্বাচনের কাজ থেকে সরিয়ে শুধু দল পরিচালনার দায়িত্ব দেওয়া হলো, তখন কোচ হিসেবে ইতিবাচক প্রভাব ফেলা খুব কঠিন হয়ে দাঁড়ায়।'

তিনি আরো যোগ করেন, 'ক্রিকেট দল পরিচালনা করা উচিত ক্রিকেটীয় মানুষ দ্বারা। যখন সেটা হয় না এবং বাইরের প্রভাব থাকে, তখন দলের নেতৃত্ব দেওয়া কঠিন হয়ে পড়ে। আমি অন্য কোনো এজেন্ডা নিয়ে কাজ করতে পারি না। শুধু ক্রিকেট দলকে কোচিং করাতে চাই এবং খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই।'

২০২৪ সালের এপ্রিলে পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পান কারস্টেন। একই সময়ে টেস্ট দলের দায়িত্বে আসেন জেসন গিলেস্পি। কিন্তু বছর শেষ হওয়ার আগে তাদের সঙ্গে আলোচনা ছাড়াই অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করে পিসিবি। এই ঘটনা দুই কোচেরই ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।

এরপর গিলেস্পি সরে দাঁড়ান সাউথ আফ্রিকার বিপক্ষে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের আগে। জানা যায়, হাইপারফরম্যান্স কোচ টিম নিলসেনকে হঠাৎ করে ছাঁটাই করার ঘটনায় তিনি দারুণ হতাশ হন। এই অভিজ্ঞতাকে নিজের কোচিং ক্যারিয়ারের ‘তিক্ত স্মৃতি’ হিসেবেও উল্লেখ করেন তিনি। তবে সব ঝড়ের মধ্যেও পাকিস্তানের প্রতি ভালোবাসা হারাননি কারস্টেন।

পুনরায় দলটির কোচ হতেও রাজি তিনি, 'যদি আমাকে কালই আবার পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়, আমি রাজি থাকবো। কিন্তু সেটি শুধু খেলোয়াড়দের জন্য এবং সঠিক পরিবেশ পেলেই।'

আরো পড়ুন: গ্যারি কারস্টেন