
পাকিস্তান সিরিজে ২ টেস্টের সঙ্গে ৩ ওয়ানডে, বাদ টি-টোয়েন্টি
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়া সিরিজ শেষ করেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তাদের। আইসিসির ভবিষ্যত সূচি অনুযায়ী, বাংলাদেশ সফরে দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা সফরকারীদের। পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা থাকলেও বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলবে না পাকিস্তান।