মাসখানেক আগেও পারফরম্যান্স তেমন ভালো ছিল না বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে দলটি। তারপর পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ।
শ্রীলঙ্কায় গিয়ে অবশ্য ভাগ্য পরিবর্তন হয় বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচটি হারলেও বাকি দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এবার পাকিস্তানের বিপক্ষে টানা দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল টাইগাররা।
সার্বিক পারফরম্যান্স মূল্যায়ন করে রাজ্জাক বলেন, 'দলের সবার পারফরম্যান্স ভালো হয়েছে বলেই ম্যাচ জিতেছি। আলাদা করে কারো কথা বলার নাই। সবাই মিলে আসলে, এটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। বিশ্বকাপ অনেক পরের ব্যাপার। এর মধ্যে আমরা চাই দলকে সুন্দরভাবে তৈরি করতে।'
'এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা না করে আমাদের বাকি যেসব খেলা আছে, স্টেপ বাই স্টেপ যেন আগাতে পারি। নরমালভাবে আমরা যদি উন্নতি করতে থাকি, তাহলে বিশ্বকাপে আমাদের এমনিই ভালো হবে। আগে থেকে চিন্তা না করাই ভালো আরকি।'
আজকের দিন বিরতি দিয়ে পাকিস্তানের বিপক্ষে আবার আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ।