‘২০ বছর লাগলেও দল গোছাও’, পাকিস্তান দলের সমালোচনা করে শোয়েব

বাংলাদেশ
‘২০ বছর লাগলেও দল গোছাও’, পাকিস্তান দলের সমালোচনা করে শোয়েব
শোয়েব আখতার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। এই সিরিজ হারের পর সাবেকদের রোষানলে পড়েছে সালমান আলী আঘার দল। দলটির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

তিনি তাচ্ছিল্যের সুরে পাকিস্তানের সমালোচনা করতে গিয়ে বলেছেন, এই দল গোছাতে ২০ বছর লাগলে সেই সময়ই নেয়া উচিত। সম্প্রতি পাকিস্তানের স্থানীয় একটি স্পোর্টস শোতে অতিথি হয়ে কথা বলতে গিয়ে পাকিস্তান দলের অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব ও খেলোয়াড়দের দক্ষতার ঘাটতির সমালোচনা করেছেন তিনি।

তিনি বলেন, 'এই দলকে পুনর্গঠন করতে হবে, আর যদি তাতে ২০ বছরও লেগে যায়, তবুও কোনো সমস্যা নেই। তোমরা এখনো জানো না তোমাদের সেরা একাদশ কী হবে। এই খেলোয়াড়রা যথেষ্ট দক্ষ নয়। সাইম কিছুই করতে পারেনি, ফখর কিছুই করতে পারেনি। এমন ধরনের উইকেটে ওদের খেলার ধরণ একদম কাজ করে না।'

শোয়েব আখতারের ধারণা পাকিস্তানের বর্তমান খেলোয়াড়রা চ্যালেঞ্জিং উইকেটে খাপ খাওয়াতে পারেন না। কারণ দলটি অনেকাংশেই টেকনিক ও টাইমিংয়ের বদলে কেবল পাওয়ার হিটিংয়ের ওপর নির্ভর করে। এ কারণেই বাংলাদেশের মাটিতে পাকিস্তান দল ব্যর্থ হচ্ছে বলে ধারণা এই সাবেক পেসারের।

তিনি এই বিষয়টি খোলাসা করে বলেছেন, 'এই উইকেটগুলো কঠিন। ওরা সবাই পাওয়ার হিটার। কিন্তু যারা টাইমিংয়ের ওপর খেলে, তারা এই ধরনের পিচে রান করতে পারে। এখানে বল ব্যাটে ভালোভাবে আসে না, গতিও একরকম থাকে না, আর বাউন্সও ঠিকঠাক পাওয়া যায় না।'

কঠিন কন্ডিশনে খাপ খাওয়াতে উদাহরণ হিসেবে শচিন টেন্ডুলকার, ইনজামাম উল হকদের উদাহরণ টেনেছেন শোয়েব। তিনি বলেন, 'কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারাই একজন বড় খেলোয়াড়ের পরিচয়। শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, ইজাজ আহমেদ, জহির আব্বাস — তারা সবাই এই ধরনের কন্ডিশনে রান করেছে।'

আরো পড়ুন: শোয়েব আখতার