বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের অর্থ মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের দেবে বিসিবি

ছবি: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট

এবার সিরিজের শেষ টি-টোয়েন্টির টিকিটের অর্থ দেয়া হবে মাইলস্টোন স্কুলের ট্যাজেডিতে আহতদের চিকিৎসায়। সেই সঙ্গে অর্থ দেয়া হবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সহায়তায় কাজ করা 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে'।
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
৫ ঘন্টা আগে
বিসিবি এক বিবৃতিতে লিখেছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে যে আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের টিকিট বিক্রির পুরো আয় সাম্প্রতিক জাতীয় ট্র্যাজেডিগুলোর প্রেক্ষিতে মানবিক সহায়তায় দান করা হবে।'

পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি, টি-টোয়েন্টিতে ব্রাত্য বাবর
৬ ঘন্টা আগে
তারা আরও লিখেছে, 'শোক ও স্মৃতির এই মুহূর্তে সংহতির নিদর্শন হিসেবে, বিসিবি পুরো টিকিট আয় দুটি খাতে প্রদান করবে: সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সহায়তায় কাজ করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।'
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন এক ক্রিকেট শুধু খেলা নয় আত্মার অংশ। তাই সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বুলবুল বলেন, 'বাংলাদেশে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মার অংশ। শোক ও স্মৃতির এই সময়ে আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত। এই সাম্প্রতিক হৃদয়বিদারক ঘটনাগুলোর শিকার পরিবার ও প্রিয়জনদের জন্য সামান্য হলেও সহানুভূতির অংশীদার হতে পেরে বিসিবি গর্বিত। আমাদের চিন্তা ও প্রার্থনা সবসময় তাদের সঙ্গেই থাকবে।'