
ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ
তিন ফরম্যাটে তিন অধিনায়কের পথে হাঁটছে বাংলাদেশ। লিটন দাসকে টি–টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেয়ার পর থেকেই এমনটা আঁচ করা যাচ্ছিল। এবার আনুষ্ঠানিকভাবে মিরাজকে ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।