ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ

বাংলাদেশ
ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ
মেহেদী হাসান মিরাজ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
তিন ফরম্যাটে তিন অধিনায়কের পথে হাঁটছে বাংলাদেশ। লিটন দাসকে টি–টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেয়ার পর থেকেই এমনটা আঁচ করা যাচ্ছিল। এবার আনুষ্ঠানিকভাবে মিরাজকে ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্টে আগেই থেকেই নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাটে দায়িত্ব চালিয়ে যাবেন। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও টেস্টে তাকে নেতৃত্ব দিতে দেখা যাবে। পুরোদস্তর অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা সফর দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন মিরাজ।

সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর শ্রীলঙ্কা সিরিজ দিয়েই ওয়ানডে ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ২, ৫ ও ৮ জুলাই। এর আগে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেলেও এবারই প্রথম লম্বা সময়ের জন্য দায়িত্ব পেলেন মিরাজ।

অধিনায়কের দায়িত্ব পেয়ে মিরাজ বলেছেন, 'বোর্ডের পক্ষ থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এটি আমার জন্য একটি বিশাল সম্মান। যে কোনও ক্রিকেটারের জন্যই দেশের নেতৃত্ব দেওয়া একটি স্বপ্ন এবং বোর্ড যে আস্থা আমাকে দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।'

ভয়ডরহীন ক্রিকেটের বার্তা দিয়ে মিরাজ আরও বলেন, 'আমার এই দলের উপর পূর্ণ আস্থা রয়েছে। আমাদের কাছে ভয়ডরহীন ক্রিকেট খেলার দক্ষতা এবং বিশ্বাস আছে। আমি চাই আমরা আত্মবিশ্বাসের সাথে পারফর্ম করি, বাধাহীনভাবে খেলি এবং দেশের জন্য আমাদের সর্বোচ্চ বিলিয়ে দেই।'

অধিনায়ক হিসেবে বেশ অভিজ্ঞই বলা যায় মিরাজকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাকে নিয়মিত অধিনায়কত্ব করতে দেখা যায়। এ ছাড়া ২০১৬ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন তিনি। এর আগে গত বছরের নভেম্বরে শান্তর অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে একটি ওয়ানডে নেতৃত্ব দেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট ও তিন ওয়ানডেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশকে।

আরো পড়ুন: মেহেদী হাসান মিরাজ