
১১ ছক্কায় ৩৫ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্ব রেকর্ডে রাজস্থানের জয়
মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে লং অনের উপর দিয়ে ছক্কা মেরে রানের খাতা খোলেন বৈভব সূর্যবংশী। একাদশ ছক্কা মারলেন রশিদ খানের বলে ব্যাক ফুটে গিয়ে ডিপ মিড উইকেটের উপর দিয়ে। মাঝে গুজরাট টাইটান্সের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। প্রায় সবাইকে ছক্কা মারলেও রশিদের বিপক্ষে পাওয়া ছক্কা নিশ্চিতভাবেই বিশেষ সূর্যবংশীর জন্য। তারকা লেগ স্পিনারের বল সীমানা ছাড়া করে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন বাঁহাতি এই ব্যাটার।