বিতর্কিত ‘নোটবুক উদযাপন’ নিয়ে মুখ খুললেন দিগ্বেশ

ছবি: বিতর্কিত ‘নোটবুক উৎসব’ নিয়ে মুখ খুললেন দিগ্বেশ রাঠি, ফাইল ফটো

এমন উদযাপন করে দুবার শাস্তিও পেতে হয়েছে দিগ্বেশকে। এ নিয়ে অবশ্য বিচলিত নন এই স্পিনার। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সিদ্ধান্তের ওপর পরিপূর্ণ ভরসা রাখছেন তিনি। পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রিয়াংশ আরিয়াকে আউট করে প্রথমবার ‘নোটবুক’ উদযাপন করেন দিগ্বেশ।
‘নোটবুক উদযাপন’ করে আবারও শাস্তি পেলেন রাঠি
৫ এপ্রিল ২৫
এ নিয়ে তিনি সম্প্রতি বলেন, ‘উইকেট নেয়ার পর উদযাপন করে আলোচনায় উঠে এসেছিলাম ঠিক। আসলে আমি আর প্রিয়াংশ খুব ভালো বন্ধু। ম্যাচের আগেই আমাদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। ও বলেছিস, আমার বলে বড় শট খেলে রান করতে পারলে নোটবুক উদযাপন করবে। আর ওকে আউট করতে পারলে আমি করব। আর কিছুই না। আমি নিজের নোটবুকে ওর নাম লিখেছিলাম শুধু।’

বিসিসিআইয়ের প্রতিও শ্রদ্ধাশীল তিনি, ‘বিসিসিআইয়ের নিয়মের বিরুদ্ধে আমরা যেতে পারি না। তাই পরে আমি মাঠের উপর লিখতে শুরু করেছি। নোটবুকে কী লিখি তা বলতে পারব না। গোপনই থাক বিষয়টা।’
বুমরাহর তাণ্ডবে লক্ষ্ণৌকে উড়িয়ে দিয়ে প্লে অফের দৌড়ে মুম্বাই
২৭ এপ্রিল ২৫
লক্ষ্ণৌয়ের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে চান ২৫ বছর বয়সী এই লেগ স্পিনার। দলের অধিনায়ক ঋষভ পান্ত এবং মেন্টর জহির খানের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় তাকে।
দিগ্বেশ আরো বলেন, ‘দলের জন্য ভালো পারফর্ম করাই আমার এক মাত্র লক্ষ্য। অধিনায়ক ঋষভ পান্ত এবং মেন্টর জ়হির খান স্যর আমাকে যে দায়িত্ব দেন, সেটা পালন করার চেষ্টা করি। তাতে যা ফল হওয়ার হয়। নতুন কিছু চেষ্টা করি না। শুধু নিজের কাজটা ঠিক ভাবে করতে চাই। এখানে যোগ দেয়ার পরই পান্ত ভাই এবং জ়হির স্যার বলে দিয়েছিলেন, প্রথম ম্যাচ থেকেই আমাকে খেলানো হবে। আমাকে নিজের মতো বল করার পরামর্শ দিয়েছিলেন তারা।’