
‘হৃদয় নিংড়ে’ দিতে পারলে সোহান-সাইফকে ব্যাক করবে টিম ম্যানেজমেন্ট
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয় ও নাইম শেখ। তবে বাংলাদেশর জার্সিতে ব্যর্থ হয়েছেন তাদের দুজনই। স্বাভাবিকভাবেই প্রত্যাশা মেটাতে না পারায় কয়েক ম্যাচ পরই দল থেকে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা নুরুল হাসান সোহান ও সাইফ হাসানও জাতীয় দলে সুযোগ পেয়েছেন লম্বা সময় পর। সুযোগটা কাজে লাগাতে না পারলে তাদেরও পরিণতি হতে পারে বিজয় ও নাইমের মতো। তবে লিটন দাস জানালেন, দলের জন্য সবকিছু দিতে প্রস্তুত থাকলে তাদেরকে ব্যাক করবে টিম ম্যানেজমেন্ট।