
ব্যাটে-বলে পারটেক্সের জয়ের নায়ক আহরার
ধানমন্ডি স্পোটস ক্লাবের বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে আগে ব্যাট করে ২২৯ রানে অল আউট হয় ধানমন্ডি। জবাবে খেলতে নেমে ২ ওভার হাতে রেখে জয় তুলে নিয়েছে পারটেক্স।
ধানমন্ডি স্পোটস ক্লাবের বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে আগে ব্যাট করে ২২৯ রানে অল আউট হয় ধানমন্ডি। জবাবে খেলতে নেমে ২ ওভার হাতে রেখে জয় তুলে নিয়েছে পারটেক্স।
ব্যাট হাতে ৮৪ বলে ৭৭ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩২ রান খরচায় একটি উইকেটও নেন নাসির হোসেন। যদিও ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে জেতাতে পারেননি তিনি। নুরুল হাসান সোহানের ৯৫ বলে ৯৭ রানের দারুণ ইনিংস এবং ইয়াসির আলী রাব্বির হফ সেঞ্চুরিতে পাঁচ রানে জিতে ধানমন্ডি।
পেসার নাহিদ রানার সঙ্গে স্পিনার রাকিবুল হাসানেরও চার উইকেট। তাদের দুজনের দাপুটে বোলিংয়ে ২০১ রানের বেশি করতে পারেনি ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন আবাহনীর জন্য লক্ষ্যটা কঠিন হওয়ার কথা ছিল না। দুইশ রান তাড়া করতে ৫ উইকেট হারালেও পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরির সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকতের হাফ সেঞ্চুরিতে সহজ জয়ই পেয়েছে আবাহনী। ডিপিএলের প্রথম ৮ রাউন্ডের সাতটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
মোহামেডানের কাছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব হেরে গেছে ২৩ রানে। এরপরও ম্যাচ সেরার পুরষ্কার হাতে উঠেছে ধানমন্ডির ব্যাটার নুরুল হাসান সোহানের। মূলত এই উইকেটরক্ষক ব্যাটার লড়াকু ইনিংস খেলেই ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন। মোহামেডানের বিপক্ষে শুক্রবারের ম্যাচে একাই লড়েছেন সোহান।
মোহাম্মদ সাইফউদ্দিনের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে এক্সট্রা কভারের উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে ছক্কা মারলেন নুরুল হাসান সোহান। তখন সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক। সাইফউদ্দিন পরের ডেলিভারিটাও করলেন একই জায়গায়, সোহানও খেললেন একই শট। ৯২ বলে পেয়েছেন ডিপিএলের আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি।
ডিপিএলের শুরুটা ভালো হলেও সবশেষ দুই ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জিততে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে তারা। মিরপুরে সাব্বির হোসেন, জাকির হাসান, ইরফান শুক্কুর ও শামীম হোসেন পাটোয়ারির হাফ সেঞ্চুরিতে তিনশ ছাড়ানো পুঁজি পায় প্রাইম ব্যাংক। দলকে জেতাতে বাকি কাজটা সেরেছেন হাসান মাহমুদ ও আরাফাত সানিরা। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ফজল মাহমুদ রাব্বি ৭৯ এবং ইয়াসির আলী ৪৬ রান করলেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় ২৫৩ রানের বেশি করতে পারেনি তারা। ধানমন্ডিকে ৫৫ রানে হারিয়ে জয়ে ফিরল প্রাইম ব্যাংক।
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পাওয়া হাফ সেঞ্চুরিতে প্রথম ম্যাচেই ধানমন্ডি স্পোর্টস ক্লাবের জয়ের নায়ক ছিলেন নুরুল হাসান হোসেন। পরের কয়েক রাউন্ডে ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারছিলেন না ধানমন্ডির অধিনায়ক। অবশেষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে দলের বিপর্যয় সামাল দিয়েছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩১ বলে খেলেছেন অপরাজিত ১৩২ রানের ইনিংস। সোহানের এমন ইনিংসেই ২৭৭ রানের পুঁজি পায় ধানমন্ডি।
রবিউল হক, আরিফ আহমেদ এবং তাইবুর রহমানের দারুণ বোলিংয়ের পর মার্শাল আইয়ুবের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। চলতি প্রিমিয়ার লিগে এটি তাদের তৃতীয় জয়। অপরদিকে চার ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে ধানমন্ডি।
ইয়াসির আলী রাব্বির সেঞ্চুরিতে আগের ম্যাচে তিন শতাধিক রান করে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছিল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে একশ রানের গণ্ডিতে পৌঁছাতেই আট উইকেট হারিয়েছে দলটি। ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৩ রানে অল আউট হয়ে ম্যাচটি ১৭৫ রানে হেরেছে ধানমন্ডির ছেলেরা।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচে রান বন্যা হয়েছে। দুই ইনিংস মিলিয়ে ৬৪০ রান হয়েছে। এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান তোলে ধানমন্ডি। মূলত ইয়াসির আলী চৌধুরির ১২১ বলে খেলা ১৪৩ রানের ইনিংসে এই বিশাল পুঁজি পায় ধানমন্ডি।
মাহফিজুল ইসলাম রবিন, ইমতিয়াজ হোসেন ও মিজানুর রহমানের হাফ সেঞ্চুরির পরও ২৬২ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। আড়াইশ পার করা লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ধানমন্ডি স্পোর্টস ক্লাবের জয় নিশ্চিত করেছেন ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী রাব্বি এবং অধিনায়ক নুরুল হাসান সোহান। তাদের তিনজনের ব্যাটে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে জয় দিয়ে ডিপিএল শুরু করল ধানমন্ডি ক্লাব।