
কলকাতার পরবর্তী প্রধান কোচ হওয়ার ইঙ্গিত দিলেন নায়ার
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে আর থাকছেন না চন্দ্রকান্ত পণ্ডিত। টানা তিন বছর দায়িত্ব সামলানোর পর সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে আগামী আইপিএলের আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে কলকাতাকে।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে আর থাকছেন না চন্দ্রকান্ত পণ্ডিত। টানা তিন বছর দায়িত্ব সামলানোর পর সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে আগামী আইপিএলের আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে কলকাতাকে।
২০২৫ আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও ২০২৪ আইপিএলে দলটির শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভারতীয় এই কোচ। দীর্ঘ ১০ বছরের শিরোপা খরা ঘুচানো এই কোচকে আর দেখা যাবে না কলকাতার ডাগ আউটে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের আইপিএলে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে টানা ব্যর্থতায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১১০ রানের বিশাল ব্যবধানে হেরেছে আজিঙ্কা রাহানের দল।
আইপিএলের চলতি আসর থেকে সানরাইজার্স হায়দরাবাদের বিদায় নিশ্চিত হয়েছিল অনেক আগেই। তবে শেষ ম্যাচগুলোতে নিজেদের জাত চিনিয়েছে প্যাট কামিন্সের দল। ব্যাটিংয়ে একটানা তিন ম্যাচে দুইশ পার করেছে দলটি। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলটি করেছে তিন উইকেট ২৭৮ রান। আইপিএলের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। তিনে নেমে হেনরিখ ক্লাসেন ৩৯ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার এবং ৯ টি ছক্কা। ম্যাচটি কলকাতা হেরেছে ১১০ রানের বিশাল ব্যবধানে।
আইপিএলের এবারের আসর একেবারেই শেষদিকে চলে এসেছে। শেষদিকে একাধিক ম্যাচে বৃষ্টির হানা ভীষণভাবে প্রভাব ফেলছে টুর্নামেন্টের ওপর। এই পরিস্থিতিতে আসরের এই পর্যায়ে বড় একটি সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, লিগের শেষ ৯টি ম্যাচে বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটলে অতিরিক্ত দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করা যাবে।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কলকাতা নাইট রাইডার্সের মাঠেই হওয়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ফাইনাল। সূচি অনুযায়ী, কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনালের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারত ও পাকিস্তানের সংঘাত শেষে শুরু আইপিএলের ফাইনালের ভেন্যু। ইডেন গার্ডেন্স নয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে চলতি আইপিএলের ফাইনাল।
স্থগিত হওয়া আইপিএল আবারও শুরু হওয়ায় ভারতে ফিরেছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজরা। তবে চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে থাকায় ভারতে ফিরতে পারেননি রভম্যান পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটারের বদলি হিসেবে শিভাম শুক্লাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
প্লে-অফের দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না কলকাতা নাইট রাইডার্সের সামনে। প্রতিপক্ষ শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়াম। কিন্তু মাঠে বল গড়ানোরই সুযোগ দিল না আকাশ ভাঙা বৃষ্টি।
সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের পর আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন দলটির তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। আর্থিক জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিততে শেষ ছয় বলে প্রয়োজন আট রান। শেষ ওভারের প্রথম বলেই আন্দ্রে রাসেলকে ডিপ মিড উইকেটে ছক্কা মারেন ধোনি। পরের বলে রান না নিলেও তৃতীয় বলে এক্সট্রা কাভারে ঠেলে এক রান নেন ধোনি। জিততে তখন দরকার তিন বলে এক রান। স্ট্রাইক পেয়েই মিড অনে চার মেরে দল জেতান তরুণ পেসার আনশুল কামবোজ। ১৮০ রান তাড়া করতে নেমে কলকাতাকে দুই উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস।
দলে তার জায়গা নিয়ে উঠেছিল প্রশ্ন। ফর্মে না থাকায় সমালোচনার তীর ছুটেছিল আন্দ্রে রাসেলের দিকেই। কিন্তু রবিবার ঠিক যেন পুরনো রাসেলকেই দেখা গেল। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার মাত্র ২৫ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসে ম্যাচের রং পাল্টে দিলেন একাই। সেই সঙ্গে নিজের থাকা না-থাকা নিয়ে চলা বিতর্কের জবাব দিলেন ব্যাটে।
নাটকীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১ রানে হেরেছে রাজস্থান রয়্যালস। রিয়ান পরাগের টানা ছয় বলে ছয় ছক্কার গড়া ৪৫ বলে ৯৫ রানের ঝড়ো ইনিংসেও হার থেকে রক্ষা পায়নি রাজস্থান। কলকাতার দেয়া ২০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০৫ রানে থেমেছে রাজস্থানের ইনিংস।