
বাংলাদেশ দলে আফগানিস্তানের মতো এত ম্যাচ উইনার নেই: শেহজাদ
রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, মোহাম্মদ গাজানফার, আজমতউল্লাহ ওমরজাই, নূর আহমেদ কিংবা ফজলহক ফারুকি—আফগানিস্তানের স্কোয়াডে যেন ম্যাচ উইনারের মেলা বসেছে। যেকোন পরিস্থিতিতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখেন তাদের সবাই। সবশেষ কয়েক বছরে আফগানিস্তানের উত্থান, জয় কিংবা পারফরম্যান্সে সেটা স্পষ্ট হয়েছে ব্যাপকভাবে। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের বয়সটা দেড় দশক পেরিয়েছে।