নেপাল

কান্নাভেজা উইকেটে শুরু লামিচানের দ্বিতীয় অধ্যায়

হাসিব সিয়াম

হাসিব সিয়াম
প্রকাশের তারিখ: 17:55 মঙ্গলবার, 14 ফেব্রুয়ারি, 2023

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ক্রিকেটাররা বাইশ গজে গোটা একটা জাতি বা দেশকে প্রতিনিধিত্ব করেন। তাদের পারফরম্যান্সের সঙ্গে জড়িয়ে থাকে কোটি কোটি ভক্ত-সমর্থকের আবেগ-অনুভূতি। অনেক ক্ষেত্রে একটা চার-ছক্কা কিংবা একটা উইকেট শিকার করে নায়ক বনে যান, হয়ে ওঠেন আদর্শ, অনুকরণীয় চরিত্র। ঠিক তেমনি ভিলেন হতেও খুব বেশি যে সময় লাগে, তা কিন্তু না। কোনো একটা ভুলে নিমিষেই হারিয়ে যায় তারকা খ্যাতি, রীতিমতো খসে পড়েন জমিনে।   

লম্বা পথ পাড়ি দেয়ার আভাস দিয়েও শেষটা দেখা হয়নি, মাঝ নদীতেই তরী ডুবেছে এমনটা ক্রিকেটে হরহামেশাই ঘটে। অন্যদিকে বাজে সময়কে পাশ কাটিয়ে আবারও লাইম লাইটে ফিরেছেন এমন ঘটনাও নেহাত কম নয়। ক্যারিয়ারের এমন উত্থান-পতন দেখেছেন কত শত ক্রিকেটার। তার হিসেব মেলানো ভার। ক্রিকেট পাড়ায় এই তালিকার সর্বশেষ সংযোজন সন্দীপ লামিচানে।

নেপালের এই লেগ স্পিনারের বয়সটা এখন ২৩ এর ঘরে। অথচ এই সময়ের মধ্যেই মুদ্রার দুই পিঠই দেখে ফেলেছেন তিনি। বাইশ গজে পুরোটা সময় জুড়েই রঙ ছড়িয়েছেন। তবে মাঠের বাইরের কান্ডে কালো ছাপ পড়েছে তার ক্যারিয়ারে। ধর্ষণ মামলায় জেলেও যেতে হয়েছে তাকে। যদিও সেই অন্ধকার পেরিয়ে আবারও ভোর এসেছে তার জীবনে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন। নিজের ফেরাটাও রাঙিয়েছেন ৩ উইকেট শিকার করে। এদিন নিজের দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেয়েছেন। এই সময়টায় নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই লেগ স্পিনার। হয়তোবা তার অজান্তেই চোখের কোণে পানি এসেছে। ক্যামেরার লেন্স সেটাকে বন্দিও করেছে। স্যালুলয়েডের পর্দায় দেখেছেন কোটি ভক্তরা। 

আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার ১৫২তম উইকেট। এর আগে আরও ১৫১ বার ব্যাটারদেরকে তিনি সাজঘরে ফিরিয়েছেন। তবে নামিবিয়ান ওপেনার কার্ল বিরকেনস্টককে সরাসরি বোল্ড করার মাহাত্ম্যটা তার কাছে হয়তো একটু আলাদা ছিল। এর কারণটা এই ব্যাটার নন। লামিচানের জন্য এই উইকেট বিশেষ হওয়ার কারণ এখান থেকেই যে, তার ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু। 

আপনি চাইলে খুব সহজেই লামিচানের ক্যারিয়ারটা দুই ভাগে ভাগ করতে পারেন। ধর্ষণ মামলায় জেলে যাওয়ায়র আগের সময়টাকে প্রথম অধ্যায় ধরলে, কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে ক্রিকেটে ফেরার পরের সময়টা তার ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়।

দুই অধ্যায়ের মাঝে অবশ্য মাস কয়েকের একটা কালো অধ্যায় আছে তার জীবনে। গত বছরের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন ১৭ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগী অভিযোগ করেন, ভক্ত হিসেবে দেখা করতে যাওয়ার পর কৌশলে সময়ক্ষেপণ করে একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন সেই সময়ের নেপাল অধিনায়ক। 

এরপর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর লামিচানেকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। এর কয়েক দিন পরই তাকে গ্রেপ্তার করে নেপাল পুলিশ। এরপর মামলার রায় না হওয়া পর্যন্ত তাঁকে দেশটির কেন্দ্রীয় কারাগারে রাখার নির্দেশ দেয় আদালত।

কিন্তু কিছুদিন আগে ২০ লাখ নেপালি রুপি জরিমানার বিনিময়ে জামিনে মুক্তি পান এই ক্রিকেটার। তার ওপর থেকে ক্রিকেটীয় নিষেধাজ্ঞাও তুলে নেয় এনসিএ। সুযোগ আসে জাতীয় দলে খেলার।

লামিচানের ক্যারিয়ারের গত কয়েকটা মাস যদি হয় আমাবস্যার ঘোর অন্ধকার তাহলে তার ক্যারিয়ারের শুরুর সময়টা ছিল ভরা পূর্ণিমা। ২০১৮ সালের ৩১ মে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। তার অভিষকটাই হয়েছিল ইতিহাস গড়ে। কারণ সেই টি-টোয়েন্টি ম্যাচটা তিনি খেলেছিলেন বিশ্ব একাদশের হয়ে। যার সারমর্ম হল, দেশের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

এরপর একই বছরের আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। আন্তর্জকাতিক ক্রিকেটে পা রেখে নিজেকে প্রামণ করতে খুব বেশি সময় নেননি। সময়ের সঙ্গে সঙ্গে লেগ স্পিন দিয়ে দেশটির ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে ওঠেছেন।