বাস চালকের পরিকল্পনায় কোহলিকে আউট করেছেন হিমানশু
১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে চার মেরে শুরু করেছিলেন বিরাট কোহলি। একটু পর একই ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফেরেন তিনি। কোহলির উইকেটে জীবন বদলে গেছে হিমানশু সাংওয়ানের। ডানহাতি পেসার জানালেন, রেলওয়ের বাস চালক নাকি কোহলির বিপক্ষে চতুর্থ এবং পঞ্চম স্টাম্পে বোলিং করার পরিকল্পনা দিয়েছিলেন।
4 Feb 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক