প্লে-অফে যেতে কোন দলকে কী করতে হবে
ঢাকায় টিকিট বিতর্ক শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গন্তব্য ছিল সিলেট। যেখানে ওয়াইড বলে ৫ রান দেয়ার খেলায় মেতে উঠেছিলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বোলাররা। সিলেট থেকে বিপিএলে চট্টগ্রামে যেতেই বুউউউম শব্দের মতো করে ফেটে উঠে পারিশ্রমিক না পাওয়ার বোমা। দুর্বার রাজশাহীর অনুশীলন বয়কটের পর একটু একটু করে বেরিয়ে আসতে শুরু করে বিভিন্ন দলের, বিভিন্ন ক্রিকেটারের পারিশ্রমিক না পাওয়ার খবর।
24 Jan 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক