দুয়োধ্বনি থেকে শান্ত, শান্ত
এইতো কদিন আগের কথা, আল–ইত্তিহাদের মাঠে খেলতে গিয়েছিল আল-নাসের। টানেল দিয়ে মাঠে খেলতে নামার সময় হঠাৎ করেই ক্রিস্টিয়ানো রোনালদোকে উদ্দেশ্য করে দুয়ো দিতে থাকেন আল–ইত্তিহাদের সমর্থকেরা। সময়ের অন্যতম সেরা তারকাকে রাগাতে টেনে এনেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নামও। এটা সৌদি আরবের প্রো লিগের ঘটনা। তবে যারা ইউরোপিয়ান ফুটবলের খোঁজ-খবর রাখেন, ৯০ মিনিটের ফুটবলের শৈল্পিকতা দেখতে রাত জেগে থাকেন তারা এসব ঘটনার সঙ্??ে বেশ পরিচিত।
15 Mar 23,
মমিনুল ইসলাম