নাহিদের তোপে সিলেটকে গুঁড়িয়ে জিতল রংপুর
বিপিএলের এবারের আসরে মিরপুরের উইকেটে প্রথম ইনিংসে ১৯০ ছাড়িয়ে রান হওয়া যেন নিয়মে পরিণত হয়েছে। প্রথম তিন ম্যাচের তিনটিতেই প্রথম ইনিংসে এমন কিছু দেখা গেছে। তবে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে এসে দেখা গেছে ভিন্নতা। টস জিতে আগে ব্যাটিংয়ে নামলেও অ্যালেক্স হেলস, স্টিভেন টেলররা উইকেট থেকে সুবিধা নিতে পারেননি। রংপুর রাইডার্সের বিপর্যয়ে ইফতিখার আহমেদের মতো মারকুটে ব্যাটারকেও খেলতে হয়েছে ১১১.৯০ স্ট্রাইক রেটে।
31 Dec 24,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক