আইপিএলে উঠে গেল লালা ব্যবহারের নিষেধাজ্ঞা, দ্বিতীয় ইনিংসে থাকছে দুই বল

ফাইল ছবি

বল পুরনো হয়ে গেলে লালা ব্যবহার করে সেটার উজ্জ্বলতা বাড়াতেন বোলাররা। তবে ২০২০ সালে বিশ্বজুড়ে করোনাভাইরাস হানা দেয়ায় ক্রিকেটে সাময়িকভাবে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। পরবর্তী সময়ে সেটা স্থায়ীভাবে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে সবশেষ কয়েক বছর ধরে চাইলেও বলে লালা ব্যবহার করতে পারতেন না বোলাররা।
২০২৮ সালে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনে চোখ ভারতের
57 mins ago
এমন অবস্থায় পেসারদের রিভার্স সুইংয়ে ঘাটতি দেখা যাচ্ছে। সেই অভাব থেকেই লালা ব্যবহারের অনুমতি চেয়েছিলেন শামি। তারকা এই পেসার বলেছিলেন, ‘আমরা (পেসাররা) রিভার্স সুইং করাতে চাই। কিন্তু বলে থুতু ব্যবহারের সুযোগ তো নেই। আমরা প্রতিনিয়ত থুতু ব্যবহারের সুযোগের আবেদন করে আসছি। সেটা পাওয়া গেলে রিভার্স সুইং চমৎকার হয়ে উঠবে।’

শামির এমন চাওয়ার পর বিষয়টি আমলে নেয় বিসিসিআই। মুম্বাইয়ের ক্রিকেট সেন্টারে আইপিএলের সব দলের অধিনায়ক ও ম্যানেজারদেরদের সঙ্গে বৈঠক করে তারা। যেখানে তাদেরকে নিশ্চিত করা হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ২০২৫ মৌসুম থেকে বলে লালা ব্যবহার করতে পারবেন বোলাররা। এমনটা হলে ভবিষ্যতে আরও বেশি রিভার্স সুইং দেখা যাবে।
‘বাড়তি সুবিধা পাচ্ছি’, ভেন্যু বিতর্ক নিয়ে শামি
6 Mar 25
বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি নতুন আরও একটি নিয়ম চালু করতে যাচ্ছে বিসিসিআই। রাতের ম্যাচে বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় ইনিংসে শিশির বড় একটা প্রভাব রাখে। ফলে বেশিরভাগ অধিনায়কই টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন যাতে করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাড়তি সুবিধা পান। ২০২৫ আইপিএল থেকে অবশ্য এমন কিছু থাকছে না।
নতুন নিয়ম অনুযায়ী, দ্বিতীয় ইনিংসে দুটি বল ব্যবহার করতে পারবে ফিল্ডিং করা দলটি। দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর অধিনায়কের কাছে দ্বিতীয় বল বুঝিয়ে দেয়া হবে। বিসিসিআইয়ের কর্তারা বিশ্বাস করেন এমন নিয়মে শিশিরের কারণে কেউ বাড়তি সুবিধা পাবে না। দুই দলের জন্যই সমান সুযোগ থাকবে।