ভারতের কাছে হেরে আবারও সাউথ আফ্রিকার স্বপ্নভঙ্গ

নারী ক্রিকেট
ভারতের কাছে হেরে আবারও সাউথ আফ্রিকার স্বপ্নভঙ্গ
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ সাউথ আফ্রিকা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
৫ জয় এবং এক ম্যাচ পরিত্যক্ত! ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামার আগে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ পারফরম্যান্স এমনই। মেগা ফাইনালে নিকি প্রসাদের দলকে হারাতে পারলেই অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারতো প্রোটিয়ারা। অথচ পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট খেলা সাউথ আফ্রিকা যেন ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারল না।

৪০ রান তুলতেই ৪ উইকেট নেই সাউথ আফ্রিকার। মিকি ভ্যান ভস্ট ও ফাই কৌউলিংয়ের ব্যাটে সবমিলিয়ে ৮২ রানের পুঁজি পায় তারা। ভারতের মতো দলের সঙ্গে জিততে হলো সেটা যে যথেষ্ট ছিল না বোঝা গেছে তৃষা গঙ্গাদি ও সানিকা চাল্কের ব্যাটিংয়ে। তাদের দুজনের ব্যাটিংয়ে ৯ উইকেটের জয় পেয়েছে ভারত। ফলে টানা দুই আসরেই অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল তারা। 

ভারতের কাছে এমন হারে ৭ মাসের ব্যবধানে ৩ ফাইনাল হারল সাউথ আফ্রিকা। যেখানে দুটি ফাইনালই হেরেছে ভারতের বিপক্ষে। ২০২৪ সালের জুনে শিরোপা খুব কাছে গিয়েও ভারতের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিতে পারেননি হেনরিখ ক্লাসেন-এইডেন মার্করামরা। একই বছরের অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে শিরোপা খোয়ায় লরা উলভার্টরা। ফলে তাদের নামের পাশে ‘চোকার্স’ তকমাটা রয়েই গেল।

May be an image of 11 people and text that says 'ICF NO NO T20 WORLD CUP NDIA CHAMPIONS CHAЙ PIONS FicC ICC U19 WOMEN'S T20 WORLD CUP MALAYSIA 2025'

জয়ের জন্য ৮৩ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পায় ভারত। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ভারতকে এগিয়ে নিচ্ছিলেন জি কমলিনী ও তৃষা। তাদের দুজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৩৬ রান তোলে ভারত। তবে ইনিংসের পঞ্চম ওভারে তাদের জুটি ভাঙেন কাইলা রেইনেকে। ডানহাতি স্পিনারের বলে লং অনের উপর দিয়ে খেলার চেষ্টায় সিমন লরেন্সের হাতে ক্যাচ দেন কমলিনী। 

ভারতের বাঁহাতি ওপেনার ফিরেছেন ৮ রানে। পরবর্তীতে দারুণ এক জুটি গড়েন তৃষা ও সানিকা। তারা দুজনে মিলে যোগ করেন ৪৮ রান। যেখানে হাফ সেঞ্চুরির খুব কাছে থাকা তৃষা ৩৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন। ইনিংসটি খেলতে ৮টি চার মেরেছেন। আরেক ব্যাটার সানিকা ২২ বলে ২৬ রান করেছেন। ৮.৪ ওভার বাকি থাকতেই টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন মিকি ভ্যান। এ ছাড়া কৌউলিং ১৫, কারাবো মেসো ১০ রান করেছেন। ভারতের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন তৃষা। দুটি করে উইকেট পেয়েছেন পারুনিকা সিসোদিয়া, আয়ুশী শুকলা এবং বৈষ্ণবী শর্মা। আর একটি উইকেট শিকার করেছেন শবনম শাকিল।

আরো পড়ুন: নারী ক্রিকেট