নর্দার্ন টেরিটরি

মেলবোর্নের কাছেও হারলেন সোহান-নাইমরা

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে জিততে শেষ ২৪ বলে মেলবোর্ন স্টারস একাডেমির প্রয়োজন ছিল ৩৭ রান, হাতে ৫ উইকেট। এমন সমীকরণের সময় তোফায়েল আহমেদের হাতে বল তুলে দেন ‍নুরুল হাসান সোহান। নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান দেয়া ডানহাতি এই পেসার সেই ওভারে ২ ছক্কা ও এক চারে দিয়েছেন ২২ রান। তোফায়েলের সেই ওভারেই বাংলাদেশের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়। পরের ওভারে ৬১ রানের ইনিংস খেলা মার্লোকে হাসান মাহমুদ ফেরালেও কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত মার্লোর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে মেলবোর্ন। পাঁচ ম্যাচে বাংলাদেশের এটি তৃতীয় হার। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক