সাব্বিরের সেঞ্চুরির ম্যাচে তোফায়েলের চার উইকেট, বিজয়ের হাফ সেঞ্চুরি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সফর আলী ও তোফায়েল আহমেদের দুর্দান্ত বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগকে ২২৬ রানে অলআউট করেছে সিলেট বিভাগ। ইতোমধ্যেই শিরোপা জিতে নেয়া দলটি দিন শেষ করেছে দুই উইকেট হারিয়ে ৪৯ রান করে। এখনও ১৭৭ রানে পিছিয়ে আছে দলটি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীর হয়ে এ দিন সেঞ্চুরি তুলে নেন সাব্বির হোসেন। হাফ সেঞ্চুরি তুলে নেন হাবিবুর রহমান। এই দুই ওপেনারের ১০৯ রানের জুটিতে মূলত দুইশ রান পার করে রাজশাহী।

তবে ৫৩ বলে ৫৭ রান করে হাবিবুর ফেরার পর উইকেট হারাতে থাকে রাজশাহী। একপাশ আগলে রেখে কেবল নিজের সেঞ্চুরি তুলে নিতে পারেন সাব্বির। সফর আলীর বলে লেগ বিফোর উইকেটের শিকার হওয়ার আগে ১৩৭ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় ১১৬ রান করেন তিনি।
দলকে দুইশ রান পার করিয়ে পঞ্চম উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফেরেন সাব্বির। শাকির হোসেন শুভ্রর ১১ এবং শেখ কামরান হাফিজের ১০ ছাড়া আরও কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আসা যাওয়ার মাঝেই সময় পার করেছেন তারা।
সিলেটের হয়ে ৬৯ রান খরচায় পাঁচ উইকেট নেন সফর। ৪০ রান খরচায় চার উইকেট নেন তোফায়েল। জবাবে ব্যাটিংয়ে নেমে তৌফিক খান তুষার ১৭ এবং মুবিন আহমেদ জিশান শূন্য রানে ফিরে যান। দলটির হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন ১৯ রান করা পিনাক ঘোষ এবং ১১ রান করা অমিত হাসান।
শেখ আবু নাসের স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে বৃষ্টির কারণে খেলা হয়েছে মোটে ২৫ ওভার। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা খুলনা বিভাগ করেছে দুই উইকেটে ৭৯ রান। অমিত মজুমদার শূন্য এবং রবিউল ইসলাম রবি ১৭ রানে ফিরেছেন। এনামুল হক বিজয় ৫০ এবং মোহাম্মদ মিঠুন ৫ রানে অপরাজিত আছেন।