promotional_ad

বাংলা টাইগার্সে হৃদয়, নর্দানে জিয়াউর-শহিদুল

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আবুধাবি টি-টেন লিগের এবারের আসরের ড্রাফটের আগে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে বাংলা টাইগার্স। তারকা অলরাউন্ডারের পর এবার বাংলাদেশের তাওহীদ হৃদয়কেও দলে টেনেছে তারা। ড্রাফটের ১৮তম শেষ রাউন্ডে বিকল্প ক্যাটাগরি থেকে হৃদয়কে নিজেদের ডেরায় ভিড়িয়েছে বাংলাদেশ টাইগার্স।


বাংলাদেশের বাইরে এটি তার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এর আগে ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা আছে তরুণ এই ব্যাটারের। হৃদয়ের পাশাপাশি ড্রাফট থেকে মোহাম্মদ হাসনাইন মীর হামজা, ডেডিভ পাইন, ইমরান খানকে দলে নিয়েছে বাংলা টাইগার্স।


promotional_ad

ড্রাফটের আগে অবশ্য স্কোয়াডে তারার মেলা বসিয়েছে তারা। সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণার পর প্লাটিনাম সাইনিং হিসেবে রশিদ খানের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পুরো বিশ্ব মাতিয়ে বেড়ানো তারকা লেগ স্পিনারকে খেলতে দেখা যাবে বাংলা টাইগার্সের জার্সিতে। 


‘এ’ ক্যাটাগরি থেকে তিন দেশের তিনজনকে দলে টেনেছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের সঙ্গে আছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ ও আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। গ্লোবাল সুপার স্টার হিসেবে তাদের হয়ে খেলবেন ভারতের দীনেশ কার্তিক। 


হৃদয়ের পাশাপাশি টি-টেনে দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। নর্দান ওয়ারিয়র্সের জার্সিতে খেলতে দেখা যাবে অলরাউন্ডার জিয়াউর রহমান ও পেসার শহিদুল ইসলামকে। তাদের দুজনকেই ড্রাফট থেকে দলে নিয়েছে নর্দান। শহিদুলের জন্য প্রথম হলেও এর আগে আবু ধাবি টি-টেন লিগে খেলার অভিজ্ঞতা আছে জিয়াউরের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball