আরব আমিরাতের বিপক্ষে বাড়তি একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

ছবি: সুইপ খেলার পথে পারভেজ হোসেন ইমন

মূলত দুই বোর্ডের চাওয়াতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সোমবার মাঠে নামবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। আর বাড়তি টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
নাহিদ-রিশাদের ভিসা জটিলতার সমাপ্তি, দেশে ফিরছেন নাসুম
১৮ মে ২৫
এমিরেটস ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটি নিশ্চিত করেছে। তারা বিজ্ঞপ্তিতে লিখেছে, 'সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের বিপক্ষে অতিরিক্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে ২১ মে, বুধবার, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।'

বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াডে পরিবর্তন
২ ঘন্টা আগে
তারা আরও যোগ করেছে 'সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ (সোমবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি এমিরেটস ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচনার পর সূচিতে যোগ করা হয়েছে। এই তৃতীয় ম্যাচটিও স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।'
বাংলাদেশের এই সিরিজটিকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া আসন্ন পাকিস্তান সফরের আগে জড়তা কাটাতেও এই সিরিজটি বড় ভূমিকা রাখবে। যদিও কিছুক্ষণ আগেই জানা গেছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ কমিয়ে ফেলা হচ্ছে।