ক্রিকেটারদের চাওয়াতে ৩ ম্যাচে নেমে আসছে পাকিস্তান সিরিজ

হাত মেলাচ্ছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জানা গেছে সিরিজটিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ৫ ম্যাচের পরিবর্তে তিনটি টি-টোয়েন্টি থাকতে পারে।

promotional_ad

সূত্রমতে খেলোয়াড়দের চাওয়া মাথায় রেখেই দুই বোর্ডের সমঝোতায় এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এরই মধ্যে সিরিজটিতে ম্যাচের সংখ্য্যা কমানো নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনাও শুরু হয়েছে। ফলে আসন্ন পাকিস্তান সফরটি সংক্ষিপ্ত হতে চলেছে। তিন ম্যাচে নেমে আসলে ম্যাচগুলো হতে পারে ২৭,২৯ মে ও ১ জুন। বাংলাদেশ দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে সংযুক্ত আরব আমিরাত সফরে।


আরো পড়ুন

বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি

১৫ ঘন্টা আগে
বিসিবি

এরই মধ্যে স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে সোমবার। শুরুতে পাকিস্তান সফরে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে পাকিস্তানে রওনা দেয়ার কথা ছিল বাংলাদেশের। তবে ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে এক সপ্তাহ স্থগিত ছিল পিএসএল।


promotional_ad



আরো পড়ুন

ইংল্যান্ডের হয়ে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন হাসিবউল্লাহ

২০ ঘন্টা আগে
ফাইল ছবি

ফলে পিএসএলের নতুন সূচির কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে দিতে হয়েছে দুই বোর্ডকে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সফরেও বাংলাদেশের বাড়তি ফাঁকা সময় হাতে রয়েছে। গুঞ্জন আছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরও একটি বাড়তি টি-টোয়েন্টি খেলতে পারে বাংলাদেশ।


পুর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৫ মে শুরু হওয়ার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পিএসএল পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই পেছানো হয়েছে সিরিজটি। কয়েকদিন আগে পিসিবির পক্ষ থেকে একটি পরিবর্তিত সূচি প্রস্তাব করা হয়েছে। সেই সূচি অনুযায়ী, ২৭ ও ২৮ মে ফয়সালাবাদে প্রথম দুই টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। লাহোরে পরের তিন ম্যাচ হওয়ার কথা ৩০ মে, ১ ও ৩ জুন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball