ক্রিকেটারদের চাওয়াতে ৩ ম্যাচে নেমে আসছে পাকিস্তান সিরিজ

ছবি: হাত মেলাচ্ছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা

সূত্রমতে খেলোয়াড়দের চাওয়া মাথায় রেখেই দুই বোর্ডের সমঝোতায় এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এরই মধ্যে সিরিজটিতে ম্যাচের সংখ্য্যা কমানো নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনাও শুরু হয়েছে। ফলে আসন্ন পাকিস্তান সফরটি সংক্ষিপ্ত হতে চলেছে। তিন ম্যাচে নেমে আসলে ম্যাচগুলো হতে পারে ২৭,২৯ মে ও ১ জুন। বাংলাদেশ দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে সংযুক্ত আরব আমিরাত সফরে।
বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াডে পরিবর্তন
২ ঘন্টা আগে
এরই মধ্যে স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে সোমবার। শুরুতে পাকিস্তান সফরে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে পাকিস্তানে রওনা দেয়ার কথা ছিল বাংলাদেশের। তবে ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে এক সপ্তাহ স্থগিত ছিল পিএসএল।

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১ ঘন্টা আগে
ফলে পিএসএলের নতুন সূচির কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ পিছিয়ে দিতে হয়েছে দুই বোর্ডকে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সফরেও বাংলাদেশের বাড়তি ফাঁকা সময় হাতে রয়েছে। গুঞ্জন আছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরও একটি বাড়তি টি-টোয়েন্টি খেলতে পারে বাংলাদেশ।
পুর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৫ মে শুরু হওয়ার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পিএসএল পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই পেছানো হয়েছে সিরিজটি। কয়েকদিন আগে পিসিবির পক্ষ থেকে একটি পরিবর্তিত সূচি প্রস্তাব করা হয়েছে। সেই সূচি অনুযায়ী, ২৭ ও ২৮ মে ফয়সালাবাদে প্রথম দুই টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। লাহোরে পরের তিন ম্যাচ হওয়ার কথা ৩০ মে, ১ ও ৩ জুন।