promotional_ad

নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সুপার এইটের রাস্তা খোলা রাখতে জয়ের বিকল্প ছিল না নিউজিল্যান্ডের। আফগানিস্তানের কাছে বড় ব্যাবধানে হারের পর কেন উইলিয়ামসনের দলকে জিততেই হত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মাঠে বাস্তবতা টের পেল কেন উইলিয়ামসনের দল। স্বাগতিকদের কাছে ১৩ রানে হেরে শেষ আটে ওঠার পথ আরও কঠিন করে ফেলল কিউইরা। আর নিউজিল্যান্ডকে হারিয়ে টানা ৩ জয়ে সুপার এইটে উঠে গেল রভমান পাওয়েলের দল।


ম্যাচ জিততে নিউজিল্যান্ডকে ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যে ব্যাটিংইয়ে পাওয়ার প্লে'তেই দুই ওপেনার ডেভন কনওয়ে এবং ফিন অ্যালেনকে হারিয়ে বসে নিউজিল্যান্ড। আকিল হোসেন ও আলজারি জোসেফ নেন উইকেট দুটি। এরপর কেন উইলিয়ামসন ও রাচীন রবীন্দ্র হাল ধরার চেষ্টা করলেও দলীয় ৫৪ রানের মাঝে ফেরান তারাও।


promotional_ad

দুজনের উইকেটই তুলে নেন গুডাকেশ মোতি। এরপর ড্যারেল মিচেলকেও ফিরিয়ে দেন এই স্পিনার। ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে বসেছিল কিউইরা। কিন্তু সেখান থেকে হাল ধরেন জেমস নিশাম ও গ্লেন ফিলিপ্স।


এই জুটির দৃঢ়তায় নিউজিল্যান্ড দেখেশুনে এগালেও জোসেফের জোড়া আঘাতে ম্যাচ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড। ফিলিপ্স বিদায় নেন ৪০ রানে। শেষের দিকে মিচেল স্যান্টনার চেষ্টা করে শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। ২০ ওভার শেষে কিউইরা ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয়। জোসেফ ১৯ রানে ৪টি ও মোতি ২৫ রানে নেন ৩টি।


এর আগে প্রথমে ব্যাট করে ১৪৯ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও টিম সাউদির তোপের মুখে পড়েন উইন্ডিজ ব্যাটাররা। পাওয়ার প্লে শেষ হতে না হতেই ২২ রানে ৪ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা।


নিকোলাস পুরান বিদায় নেন ১৭ রানে। পাওয়ার প্লে শেষে ফিরে যান ব্রেন্ডন কিংও। তাকে বিদায় করেন নিশাম। এরপর দলীয় ৫৮ রানে আকিল হোসেন ফেরেন স্যান্টনারকে উইকেট দিয়ে। এক পর্যায়ে মনে হচ্ছিল ক্যারিবিয়ানদের রান ১০০'ও পার হবে না। কিন্তু সেখান থেকে দলের হাল ধরেন শেরফানে রাদারফোর্ড।


আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড ও আলজারি জোসেফের বিদায়েও থামেননি রাদারফোর্ড। ১১২ রানে ৯ উইকেট হারানো উইন্ডিজদের হয়ে লড়াই করে, কিউই বোলারদের ওপর তান্ডব চালিয়ে দলকে ১৪৯ রানের পুঁজি এনে দেন তিনি। অপরাজিত থাকেন ৩৯ বলে ৬৮ রানে। ১৬ রানে ৩ উইকেট নেন সাউদি। ২টি করে উইকেট নেন বোল্ট ও ফার্গুসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball