২০১ স্ট্রাইক রেটের পারফরম্যান্স বিশ্বকাপে করার নিশ্চয়তা দিচ্ছেন না হেড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিধ্বংসী ব্যাটিং মন্ত্রে হেড-অভিষেকেই ভরসা হায়দরাবাদের
২২ মার্চ ২৫
এবারের আইপিএলে এখন পর্যন্ত তিনবার আড়াইশ রান অতিক্রম করেছে সানরাইজার্স হায়দরাবাদ। গতরাতেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ছুঁড়ে দেয়া ১৬৫ রানের লক্ষ্য মাত্র ৫৮ বলে অতিক্রম করেছে হায়দরাবাদ। এসব পারফরম্যান্সের নেপথ্যে আছেন ট্রাভিস হেড। দলটির হয়ে অসাধারণ সব ইনিংস খেলা অজি এই ওপেনার অবশ্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন পারফরম্যান্সের নিশ্চয়তা দিচ্ছেন না।
এবারের আসরে ২০১.৮৯ স্ট্রাইক রেটে এবং ৫৩.৩০ গড়ে ১১ ম্যাচে ৫৩৩ রান করেছেন হেড। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বিরাট কোহলি (৫৪২) এবং রুতুরাজ গায়কোয়াড়ের (৫৪১) পরই আছেন এই অস্ট্রেলিয়ান।

তবুও ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের নিশ্চয়তা দিতে নারাজ হেড। তার মতে, ওয়েস্ট ইন্ডিজে স্পিন সহায়ক স্লো উইকেটই বেশি হবে। আসর গড়ানোর সাথে সাথে উইকেটগুলো আরও কঠিন হবে বলে মনে করেন তিনি
বাংলাদেশ সফরের সময় হতে পারে আইপিএল, সিরিজ বাতিলের খবর নেই বিসিবির কাছে
৪ ঘন্টা আগে
হেড বলেন, 'আপনি যখনই খেলবেন, চেষ্টা করবেন যত বেশি ধারাবাহিক হওয়া যায়। আপনি রান করতে চাইবেন। ভালো খেলতে পেরে দারুণ লাগছে, তবে এসবের কিছুই ওয়েস্ট ইন্ডিজে ভালো করার নিশ্চয়তা দিচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোতে স্পিন দেখা যেতে পারে। টুর্নামেন্ট সামনে গড়ানোর সাথে সাথে উইকেট কঠিন হয়ে যেতে পারে।'
এদিকে গতকালের ম্যাচ জিতে পয়েন্ট তালিকার তিনে উঠেছে হায়দরাবাদ। দলকে জেতাতে শেষ পর্যন্ত ৩০ বলে আটটি চার ও আটটি ছক্কায় ৮৯ রানে অপরাজিত ছিলেন হেড। তার সঙ্গে ২৮ বলে আটটি চার ও ছয়টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত ছিলেন অভিষেক শর্মা।
গতকালের ইনিংস নিয়ে হেড বলেন, 'আমার মনে হয় না, এভাবে রান তাড়ার কথা আমরা কেউ ভেবেছি। প্রথম ইনিংসে উইকেট বেশ কঠিন ছিল। মনে হচ্ছিল উইকেট বেশ স্লো। তবে পাওয়ার প্লে সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা সেখানেই বেশি রান করার গুরুত্ব দিয়েছিলাম। যত রান লাগত আমরা এর চাইতে বেশি নিয়েছি, যা ছিল দারুণ।'