বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা শ্রীলঙ্কার

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চ মাসের প্রথম দিন বাংলাদেশে পা রাখছে শ্রীলঙ্কা। আসন্ন এই সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল।
আসন্ন এই সফরের জন্য ১৭ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে অধিনায়ক করলেও সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি আইসিসির নিষেধাজ্ঞার কারণে।

ফলে প্রথম দুই ম্যাচে নেতৃত্বে দেখা যাবে চারিথ আসালাঙ্কাকে। আগামী ৪ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না পাথুম নিশাঙ্কা। যদিও অসুস্থতা কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন কুশল পেরেরা।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড-
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, এঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, জেফরি ভ্যানডারসে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুসারা, দুশমান্থ চামিরা ও বিনুরা ফার্নান্দো।