অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সেরা চারে রুট, জুরেলের লম্বা লাফ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম তিন টেস্টেই ব্যর্থ ছিলেন জো রুট। তবে রাঁচি টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। এই ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২২ রানের ইনিংস। এমন পারফরম্যান্সে টেস্টের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি।
এমন পারফরম্যান্সের সুবাদে আবারও তিন নম্বরে ফিরেছেন এই ইংলিশ ব্যাটার। এদিকে ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় ব্যাটার ইয়াসভি জায়সাওয়াল ৩ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন। এটাই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ৬৯তম স্থানে ছিলেন এই ভারতীয় ওপেনার। আর রাঁচিতে ৯০ ও ৩৯ রানের ইনিংস খেলে ভারতকে জেতানো ধ্রুব জুরেলও দারুণ উন্নতি করেছেন। ৩১ ধাপ এগিয়ে ৬৯তম স্থানে জায়গা পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এদিকে টেস্টের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও চমক দেখিয়েছেন রুট। রাঁচিতে ২ উইকেট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৪ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন জ্যাক ক্রলি।
তিনি প্রথমবারের মতো সেরা বিশে জায়গা পেয়েছেন। তার অবস্থান এখন ১৭ নম্বরে। এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন রাঁচিতে ৫ উইকেট নেয়া রবিচন্দ্রন অশ্বিন। র্যাঙ্কিংয়ে না এগোলেও শীর্ষে থাকা জসপ্রিত বুমরাহর সঙ্গে ব্যবধান কমিয়েছেন তিনি।
৮৬৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন বুমরাহ আর ৮৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অশ্বিন। দারুণ উন্নতি হয়েছে কুলদীপ যাদবেরও। তিনি ১০ ধাপ উন্নতি করেছেন। আর তাতেই ৩২তম স্থানে উঠে এসেছেন ভারতীয় এই স্পিনার। ইংলিশ স্পিনার শোয়েব বশির উন্নতি করেছেন ৩৮ ধাপ।