বিশ্বকাপ দলে থাকা নিয়ে শঙ্কা, চিন্তিত নন স্মিথ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
জুন-জুলাইতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই প্রস্ততি নেয়া শুরু করেছে দলগুলো। যেখানে অস্ট্রেলিয়াকে পড়তে হবে মধুর সমস্যায়। দলটিতে গত বছরের নভেম্বরের পর থেকে টি-টোয়েন্টিতে ২০ জনের অধিক ক্রিকেটার খেলেছেন। যেখানে অনেকেই বিশ্বকাপে খেলার যোগ্য দাবিদার। ফলে কপাল পুড়তে পারে ব্যাট হাতে ছন্দে না থাকা স্টিভ স্মিথের।
বিশ্বকাপের আগে আর কোনো টি-টোয়েন্টি সিরিজ খেলবে না অস্ট্রেলিয়া। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজই ছিলো ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ। সেখানে সিরিজের শেষ দুই ম্যাচে একাদশে জায়গা পেয়েও ব্যর্থ হয়েছেন স্মিথ। ওপেনার হিসেবে স্মিথ করেছেন মাত্র ১৫ রান।

এদিকে গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের সফরে পাঁচটি ও ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি টি-টোয়েন্টি খেলেছে অজিরা। সেখানে ছিলেন না স্মিথ। ফলে নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থ হওয়ায় বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে তার। অবশ্য দলে জায়গা পাওয়া নিয়ে খুব বেশি ভাবতে চান না স্মিথ। তার মনে এটা সম্পূর্ণ নির্বাচকদের ওপর।
বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এবং নিউজিল্যান্ড সফর নিয়ে স্মিথ বলেন, 'দেখুন, এটা আদর্শ (নিউজিল্যান্ড সিরিজ) ছিল না। কিন্তু এটা সেটাই, যেটা হয়েছে, এবং যা হবে তা এখান থেকেই হবে। আমি নিশ্চিত নই (নির্বাচকরা) কি করতে চায়। তবে এটা নিয়ে আমি কোনোভাবেই বিচলিত নই। যদি আমি আছি, তাহলে আমি আছি। আর না থাকলে নেই।'
মূলত স্মিথ ওপেনার হিসেবে খেলে শুরু করেছেন। যেখানে ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার দুর্দান্ত ছন্দে আছেন। এ ছাড়া মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ ও টিম ডেভিডরাও মিডল অর্ডারে দারুণ ছন্দে আছেন। ফলে স্মিথের দলে থাকাটা আরো কঠিন দাঁড়াতে পারে।
আগামী ২ জুন থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অস্ট্রেলিয়া খেলবে গ্রুপ 'বি' তে। তুলনা মূলক সহজ গ্রুপেই পরেছে তারা। যেখানে তাদের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, নামিবিয়া, ওমান ও স্কটল্যান্ড। ৬ জুন ওমানের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি।