promotional_ad

নির্বাচনের ব্যস্ততা শেষে মিরপুরের ইনডোরে সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না’

২৮ এপ্রিল ২৫
ফিল্ডিংয়ের সময় তাইজুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই ক্রিকেটে ফেরার লড়াই শুরু করলেন সাকিব আল হাসান। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি নিতে আজ সোমবার (০৮ জানুয়ারি) ট্রেনার ডাক্তার এবং কোচ নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নিবিড় অনুশীলন শুরু করেছেন তিনি।


বিকেল সোয়া ৩টার দিকে সাকিবকে ইনডোরে প্রবেশ করতে দেখা যায়। অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েই আসেন তিনি। সাকিব ইনডোরে ঢোকার আগে কোচ নাজমুল আবেদীন ফাহিমকে ঢুকতে দেখা যায়।


promotional_ad

তারপর ট্রেনার বায়েজিদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে। এই চারজনের পর একটি কালো মাইক্রোবাস যোগে ইনডোরে আসেন সাকিব।


আরো পড়ুন

সিয়ার্স-মুজারাবানিকে টপকে এপ্রিলের মাসসেরা মিরাজ

৩ ঘন্টা আগে
মেহেদী হাসান মিরাজ, আইসিসি

গত বিশ্বকাপের পরই সাকিব ব্যস্ত ছিলেন নির্বাচনী প্রচারণায়। গতকাল ভোটের আগ পর্যন্ত এমন ব্যস্ততা ছিল। মাগুরা-২ আসন থেকে প্রায় দুই লাখ ভোটে বিজয়ী হওয়ার পর ভোর রাতে সাকিব ঢাকায় ফেরেন। আর দুপুরে পৌঁছান মিরপুরে।


আসন্ন বিপিএলে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। মাগুরায় নির্বাচনী প্রচারণার ফাঁকে হালকাভাবে ফিটনেসের কাজ করছিলেন। এবার ব্যাটে-বলের লড়াই শুরু।


ভোটের মাঠে সাকিবের সেরকম শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল না। যার কারণে ভোটের আগেই তার জয় প্রায় নিশ্চিতই ছিল। সদর উপজেলার একাংশ ও শ্রীপুর নিয়ে গঠিত মাগুরা–১ আসনে সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন চারজন।


তারা হচ্ছেন— জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতাসিম বিল্লা এবং তৃণমূল বিএনপির সনজয় কুমার রায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball