তবে সাকিব-জাদেজার মধ্যে মঈন আলীর পছন্দ সাকিবকেই। মূলত ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই সাকিবকে জাদেজার চেয়ে অনেক এগিয়ে রাখছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। সাকিবকে সেভাবে মূল্যায়ন করা হয় না বলেও মতামত দিয়েছেন তিনি।
মঈন আলী বলেন, 'সাকিব অনেক আন্ডারেটেড। ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই জাদেজার চেয়ে সাকিব এগিয়ে। আমি সাকিবকে বেছে নেব।'
একই পডকাস্টে থাকা ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ অবশ্য ব্যাটিংয়ে জাদেজা আর বোলিংয়ে সাকিবকে এগিয়ে রাখছেন, 'ব্যাটিংয়ে জাদেজা এগিয়ে, আর বোলিংয়ে আমার পছন্দ সাকিব।'
ক্যারিয়ারে ৭১ টেস্টে সাকিব ব্যাট হাতে করেছেন চার হাজার ৬০৯ রান, বল হাতে নিয়েছেন ২৪৬ উইকেট। ব্যাটিং অর্ডারে নিয়মিতই সাকিবের চাইতে নিচের দিকে নেমে জাদেজা তার ৮৫ টেস্টের ক্যারিয়ারে করেন তিন হাজার ৮৮৬ রান। বল হাতে নেন ৩৩০ উইকেট।
ওয়ানডেতে সাকিবের রান সাত হাজার ৫৭০। উইকেট ৩১৭টি। ক্যারিয়ারে নিয়মিতই নিচের দিকে ব্যাটিংয়ে নামা জাদেজা ওয়ানডেতে করেছেন দুই হাজার ৮০৬ রান। উইকেট নিয়েছেন ২৩১টি।
আর টি-টোয়েন্টিতে সাকিব করেন দুই হাজার ৫৫১ রান, উইকেট নিয়েছেন ১৪৯টি। এই জায়গায় ৭৪ ম্যাচ খেলা জাদেজা কেবল ৫১৫ রান করেছেন, বল হাতে নেন ৫৪টি উইকেট। তবে জাদেজার ক্যারিয়ারে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো সিরিজ জয় আছে, সাকিব ক্যারিয়ারে এখনো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজই খেলেননি।
অপরদিকে জাদেজার ক্যাবিনেটে আছে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় শিরোপা। সাকিব বাংলাদেশের হয়ে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ এবং একটি ত্রিদেশীয় সিরিজ ব্যাতীত কিছুই জিতেননি।