promotional_ad

ক্যারিয়ারসেরা পারফরম্যান্সে রোমাঞ্চিত তানজিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন

৮ এপ্রিল ২৫
সাদা পোশাকে তানজিম হাসান সাকিব

নিউজিল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দেয়ার ম্যাচে অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং সৌম্য সরকারের দাপটে এ দিন কিছুই বুঝে উঠতে না পারা কিউইদের হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের পেসাররাও। বিশেষ করে বিদেশের মাটিতে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স হওয়ায় রোমাঞ্চিত তানজিম।


ম্যাচে ৭ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন তানজিম। ৮ম ওভারের মধ্যে কিউইদের দুই উইকেট হারানোর কারিগরও ছিলেন তিনি। এ দিন তানজিমের শিকার হন রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস এবং টম ব্লান্ডেল। ওয়ানডেতে ৫ ম্যাচের ক্যারিয়ারে এটা তাঁর সেরা বোলিং।


promotional_ad

জয়ের পর ম্যাচসেরা হয়ে তানজিম বলেন, ‘নিজের পারফরম্যান্সে আমি সত্যিই সন্তুষ্ট। যেভাবে শুরু করেছিলাম সেটা ভালো ছিল। বোলিংটা উপভোগ করেছি। বল ভেতরে ঢুকছিল, সিমে পড়ে মুভ করছিল। লাইন ও লেংথ ধরে রেখে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার।’


আরো পড়ুন

পিএসএলে লাহোরের হয়ে খেলবেন সাকিব

৯ ঘন্টা আগে
পেশোয়ার জালমির জার্সিতে সাকিব আল হাসান, পিসিবি

‘বাকি কাজ পিচ করেছে এবং সেখান থেকে সাহায্যও পেয়েছি। পেসারদের জন্য এটা দারুণ পিচ। লাইন ও লেংথ ঠিক রাখার চেষ্টা করেছি এবং ভালো লাগছে যে সেটা পেরেছি।’


কিউইদের মাত্র ৯৮ রানে অল আউট করার ম্যাচে সফল ছিলেন বাংলাদেশের অন্যান্য পেসাররাও। ৭ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার শরিফুল। এমনকি ‘পার্ট–টাইম’ মিডিয়াম পেসার সৌম্য সরকার মাত্র ৬ ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট।


এমন ধারাল বোলিং পারফরম্যান্সের পর ব্যাট হাতে কেবল আনুষ্ঠানিকতাই সেরেছে বাংলাদেশ। মাত্র এক উইকেট হারিয়ে ১৫.১ ওভারের মধ্যে খেলা শেষ করে লাল-সবুজের দল। ৪২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন শান্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball