ভারত সফরের ইংল্যান্ড দলে ২০ বছরের বসির, সাড়ে ৬ ফিটের হার্টলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ।।
তিন নতুন মুখ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড
১৩ ঘন্টা আগে
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড। আসন্ন এই টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী অফ স্পিনার শোয়েব বসির।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নিয়ে জাতীয় দলের হয়ে টেস্ট খেলার অপেক্ষায় আছেন সমারসেটের হয়ে খেলা এই স্পিনার। অভিষেকের অপেক্ষায় থাকা গাস অ্যাটকিনসন ও টম হার্টলিও ভারত সফরের দলে জায়গা পেয়েছেন। হার্টলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার উচ্চতা প্রায় ৬ ফুট ৪ ইঞ্চি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬.৫৭ গড়ে ৪০ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার।

এদিকে অস্ত্রোপচারের পর ভারত সফর দিয়েই আবারও মাঠে ফিরছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। দলে আছেন ৪১ বছর বয়সী জেমস অ্যান্ডারসনও। চোট থেকে ফিরে দলে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার বেন ফোকস। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার অলি পোপ ও স্পিনার জ্যাক লিচও। যদিও দলে জায়গা হয়নি অলরাউন্ডার ক্রিস ওকসের।
আগারকারদের ‘চাপে’ অবসরে যেতে বাধ্য হন কোহলি, ধারণা কাইফের
৫৯ মিনিট আগে
উপমহাদেশের মাটিতে স্পিন বান্ধব কন্ডিশনের কথা মাথায় রেখে চার স্পিনার নিয়ে ভারতে আসছে ইংল্যান্ড। রেহান আহমেদ, জ্যাক লিচ, টম হার্টেলের সঙ্গে আছেন নবাগত বসির। পেস বোলিংয়ে নেতৃত্বে থাকছেন অ্যান্ডারসনই। তার সঙ্গে আক্রমণে থাকবেন ওলি রবিনসন, অ্যাটকিনসন ও মার্ক উড।
বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে আছেন জনি বেয়ারস্টো ও বেন ফোকস। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। সিরিজের বাকি চার টেস্ট শুরু হবে যথাক্রমে ২ ফেব্রুয়ারি, ১৫ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি ও ৭ মার্চ থেকে।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড-
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, জো রুট, ওলি পোপ, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন ফোকস (উইকেটরক্ষক), ওলি রবিনসন, টম হার্টলি, মার্ক উড, রেহান আহমেদ, শোয়েব বশির, গাস অ্যাটকিনসন, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন।