promotional_ad

ক্যাম্ফারকে মারতে যাওয়ায় ২ ম্যাচ নিষিদ্ধ রাজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাজা-কারানকে ছাড়াই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবে জিম্বাবুয়ে

১৯ জুন ২৫
ফাইল ছবি

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে কার্টিস ক্যাম্ফারকে মারার জন্য তেড়ে গিয়েছিলেন সিকান্দার রাজা। ক্রিকেট মাঠে আচরণবিধি ভঙ্গ করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক। সেই সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে রাজাকে। জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।


ঘটনাটি ঘটে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে যখন ব্যাটিং করছিলো। ১৪তম ওভারের সময় স্লেজিং করে রাজার মনোসংযোগ নষ্ট করার চেষ্টা করছিলেন জশুয়া লিটল। প্রথম চার বলের সময় চুপ থাকলেও বিপত্তি বাঁধে পঞ্চম বলের সময়। সিঙ্গেল নেয়ার সময় রাজার যাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন লিটল।


promotional_ad

এ নিয়ে লিটলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। লিটল যখন নিজের বোলিং প্রান্তে ফিরে যাচ্ছিলেন তখন রাজার সঙ্গে তর্কে জড়ান ক্যাম্ফার। মেজাজ হারিয়ে একটা সময় মারার জন্য ক্যাম্ফারের দিকে ব্যাট নিয়ে তেড়ে যান জিম্বাবুয়ের অধিনায়ক। পরবর্তীতে দুই অনফিল্ড আম্পায়ার মিলে রাজাকে থামান।


আরো পড়ুন

কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন

৪ ঘন্টা আগে
ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই কেন উইলিয়ামসন, ফাইল ফটো

এমন ঘটনায় আমলে নিয়ে রাজাকে শাস্তি দিয়েছে আইসিসি। দুই ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৫০ শতাংশ। এদিকে দুটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে তাকে। মূলত ২৪ মাসের মাঝে ৪ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক।


রাজা না থাকায় শেষ দুই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক শন উইলিয়ামস। এদিকে রাজার সঙ্গে তর্কে জড়ানো ক্যাম্ফার ও লিটলকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এমন উত্তেজনার ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ও রোমাঞ্চকর এক উইকেটের জয় পায় জিম্বাবুয়ে।


এমন জয়ের ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন রাজা। বল হাতে ৩ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে খেলেছিলেন ৬৫ রানের ম্যাচজয়ী ইনিংস। এদিকে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্য জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে আইরিশরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball