কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন

ছবি: ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই কেন উইলিয়ামসন, ফাইল ফটো

নিউজিল্যান্ডের হয়ে টেস্ট খেলতে সাধারণত আগ্রহী দেখা যায় উইলিয়ামসনকে। কিন্তু কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকে ম্যাচ বেছে খেলছেন তিনি। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ফিরলেন মিলনে-হেনরি, নেই উইলিয়ামসন
২৭ জুন ২৫
উইলিয়ামসনের পথ অনুসরণ করেছেন মাইকেল ব্রেসওয়েলও। দা হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলার জন্য এই অলরাউন্ডারও থাকছেন না টেস্ট সিরিজে। দুই লাখ পাউন্ডে তাকে দলে নিয়েছে ব্রেভ।
জিম্বাবুয়ে সফরের দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। এ কারণে উইলিয়ামসন ও ব্রেসওয়েলের অনুপস্থিতিকে যৌক্তিক বলেছেন নতুন কোচ রব ওয়াল্টার। সফরের সময় ব্যক্তিগত কারণে থাকবেন না পেসার কাইল জেমিসন, চোটের কারণে দলের বাইরে বেন সিয়ার্স।

ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশের যুবারা
১৯ মিনিট আগেদলে ডাক পেয়েছেন নতুন মুখ ম্যাট ফিশার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪টি ম্যাচ খেলেছেন ফিশার, নিয়েছেন ২৫ উইকেট। দলে ফিরেছেন পেসার জ্যাকব ডাফি। তিনি এখন পর্যন্ত ১০৮ ম্যাচে ৩১৮ উইকেট নেয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ১৪ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টি।
ফিশার ও ডাফির সঙ্গে পেস আক্রমণে থাকছেন ম্যাট হেনরি, উইল ও'রুর্কি ও নাথান স্মিথ। স্পিন আক্রমণে আছেন ইজাজ প্যাটেল, মিচেল সান্টনার ও গ্লেন ফিলিপস।
দলে ফিরেছেন হেনরি নিকোলস। ২০২৩ সালে বাংলাদেশ সফরের পর টেস্ট দলের বাইরে ছিলেন তিনি। এবার ক্যান্টারবুরির হয়ে ঘরোয়া টুর্নামেন্টে ভালো করার সুবাদে ফেরানো হয়েছে তাকে। সফরের দুটি টেস্টই হবে বুলাওয়ায়োতে। প্রথমটি ৩০ জুলাই, দ্বিতীয়টি ৮ আগস্ট।
নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও'রুর্কি, ইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল সান্টনার, নাথান স্মিথ ও উইল ইয়াং।