promotional_ad

বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের তিন টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান এবং হারিস রউফ।

promotional_ad

বাবর, রিজওয়ান ও আফ্রিদিকে মূলত বিশ্রামে রাখা হয়েছে। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন ও নির্বাচকদের প্যানেল তরুণদের আরও বেশি সুযোগ দিতে এ দুটি সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিবেচনার বাইরে রেখেছেন।


আরো পড়ুন

বিগ ব্যাশ মাতাবেন আফ্রিদি-রিজওয়ানসহ পাকিস্তানের ৬ ক্রিকেটার

১৯ জুন ২৫
বিগ ব্যাশ মাতাবেন আফ্রিদি-রিজওয়ানসহ পাকিস্তানের ৬ ক্রিকেটার, ফাইল ফটো

এই তিনজনের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে হেসন ও নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাদের প্রয়োজন নেই এবং তারা যেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডেতে মনোযোগ দেন, এই কথা তিন তারকা ক্রিকেটারকে বলেছেন হেসন এবং পাকিস্তানের নির্বাচকরা।


এদিকে হ্যামস্ট্রিংয়ের চোটে চলমান মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) বাকি অংশ থেকে ছিটকে গেছেন হারিস রউফ। একই চোটে বাংলাদেশ সফরেও আসা হচ্ছে না তার। জানা গেছে, গ্রেড-ওয়ান হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন হারিস।


এ ছাড়া গত বাংলাদেশ সিরিজের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন শাদাব খান। তারকা এই অলরাউন্ডারের কাঁধের চোট এখনও সেরে ওঠেনি। যার কারণে কাঁধের অস্ত্রোপচার করাতে ইংল্যান্ডে যেতে পারেন ডানহাতি এই লেগ স্পিনার। এই কারণে বাংলাদেশ সিরিজে নেই শাদাব।


promotional_ad



আরো পড়ুন

বাবর-রিজওয়ান-আফ্রিদিকে ছাড়াই বাংলাদেশের বিমান ধরতে চায় পাকিস্তান

১৩ জুন ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

কিছুদিন আগে এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই।


সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। এই সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। সিরিজ শেষে ২৫ জুলাই দেশে ফিরে যাবে পাকিস্তান দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।


বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জ সফরে যাবে পাকিস্তান দল। সেই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।


আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখেই বাংলাদেশ ও পাকিস্তানের এই সিরিজ আয়োজন করা হচ্ছে। দুই দলই বিশ্বকাপের ড্রেস রিহার্সাল হিসেবে নেবে এই সিরিজকে।


পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড- সালমান আলী আঘা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মোকিম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball