promotional_ad

‘আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট’

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’ নিউজিল্যান্ডের সাউদি

১৫ মে ২৫
ইংল্যান্ডের স্পেশাল স্কিলস কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন টিম সাউদি, ইসিবি

মিরপুরের স্পিন-স্বর্গ নিয়ে সমালোচনাটা নতুন নয়। উইকেট নিয়ে সমালোচনা করে বিপাকে পড়েছিলেন তামিম ইকবাল। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছেন ব্রেন্ডন ম্যাককালামের মতো ক্রিকেটারও। এবার সেখানে যুক্ত হলেন টিম সাউদি। নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক মনে করেন, তার ক্যারিয়ারে দেখা এটিই সবচেয়ে বাজে উইকেট।


সিলেট টেস্টে ১৫০ রানে হারলেও উইকেট নিয়ে সমালোচনা করেনি নিউজিল্যান্ড। যদিও পুরো ম্যাচ জুড়ে রাজত্ব তুলেছে স্পিনারদের। সাউদি, কাইল জেমিসন, শরিফুল ইসলামরা খুব বেশি উইকেটই পাননি। কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্তরা সেঞ্চুরি তুলে নিয়ে প্রমাণ করেছিলেন ব্যাটারদের জন্য একেবারে কঠিন ছিল না সিলেটের উইকেট।


promotional_ad

ম্যাচ হেরেও উইকেটের সমালোচনা না করা সাউদি এদিন অসন্তুষ্টি প্রকাশ করলেন ম্যাচ জিতে। ৪ উইকেটের জয়ে সিরিজে ফেরার পর মিরপুরের উইকেট নিয়ে সাউদির বক্তব্যটা ছিল এমন যে, তিনি তার ক্যারিয়ারে এর চেয়ে বাজে উইকেট দেখেননি। এটি বলতে অবশ্য কোনো রাখঢাক রাখেননি নিউজিল্যান্ডের অধিনায়ক।


আরো পড়ুন

কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন

৪ ঘন্টা আগে
ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই কেন উইলিয়ামসন, ফাইল ফটো

মিরপুরের উইকেট নিয়ে সাউদি বলেন, ‘খুব সম্ভবত, আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট এটি। ব্যাট-বলের ভারসাম্যের কথা বললে, এটি বেশিরভাগ বোলারদের দিকেই ঝুঁকে ছিল। তো আমার মনে হয়, ১৭০ ওভারে পুরো ম্যাচ শেষ হয়ে যাওয়াই মূলত বার্তাটা দেয়। এই অবস্থা থেকে ছেলেদের বেরিয়ে আসা ও জয় নিয়ে ফেরা অনেক আনন্দের।’


নিউজিল্যান্ডের অধিনায়কের দাবি, ব্যাটার ও বোলারদের জন্য সুষম লড়াইয়ের মতো উইকেট ছিল না। ব্যাটারদের জন্য রান পাওয়া যে কঠিন ছিল সেটাও জানিয়েছেন তিনি। সেটা অবশ্য প্রমাণ মিলেছে ম্যাচেই। চার ইনিংস মিলে হাফ সেঞ্চুরি করতে পেরেছেন কেবল গ্লেন ফিলিপস ও জাকির হাসান। এমন কঠিন উইকেটে জিততে পারায় অবশ্য খুশি সাউদি।


তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি বিক্ষিপ্ত ধরনের একটি ম্যাচ ছিল। অবশ্যই খুব কঠিন উইকেট। রান পাওয়া খুব কঠিন ছিল। ম্যাচজুড়ে ছোট ছোট মুহূর্ত ও জুটি খুব গুরুত্বপূর্ণ ছিল। অন্যান্য ম্যাচে বিশেষ করে যেখানে ব্যাট-বলের লড়াইটা সুষম থাকে, সেখানে এসব জিনিস সেভাবে চোখে পড়েনি। এমন উইকেটে ছেলেদের লড়াই করে ম্যাচ জিতে আসা খুব আনন্দের।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball