promotional_ad

গুজরাটের নতুন অধিনায়ক গিল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

৬ জুলাই ২৫
আইপিএল

২০২২ আইপিএলে গুজরাট টাইটান্সের দায়িত্ব নিয়েই শিরোপা জিতিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও আগামী আসরের নিলামের আগে ট্রেডে তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বিক্রি করে দিয়েছে গুজরাট। ফলে দলটির অধিনায়ক কে হবেন তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা।


অবশেষে অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম ঘোষণা করেছে দলটি। আইপিএলে এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি নেতৃত্বে দেখা যাবে ভারতীয় এই ওপেনারকে। নতুন এই দায়িত্ব নিয়ে দারুণ উচ্ছ্বসিত গিল। তিনি এই গুরুদায়িত্ব তার কাঁধে তুলে দেয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়েছেন।


promotional_ad

গিল বলেছেন, 'আমি আনন্দিত এবং গর্বিত গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব পেয়ে। ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ আমার ওপর ভরসা রাখার জন্য এবং এমন দারুণ একটি দলের নেতৃত্ব দেয়ার জন্য। আমরা দুটি অসাধারণ মৌসুম কাটিয়েছি এবং আমি দলকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিতে চাই নিজেদের ব্র্যান্ড অব ক্রিকেট খেলে।'


আরো পড়ুন

‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’

১৭ ঘন্টা আগে
ফাইল ছবি

২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল তিনিই হবেন দলটির পরবর্তী অধিনায়ক। তবে সবাইকে অবাক করে দিয়ে ২০২২ আইপিএলের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।


এরপর নিলাম থেকে ৭ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় গুজরাট। দলটির হয়ে প্রথম মৌসুমে ১৬ ম্যাচে ৪৮৩ রান করেন গিল। পুরো টুর্নামেন্ট জুড়ে ফর্মের তুঙ্গে ছিলেন গিল। দলের হয়ে সর্বোচ্চ রানও এসেছিল তার ব্যাট থেকে। ফাইনালে তার অপরাজিত ৪৫ রানে প্রথম শিরোপা জেতে গুজরাট।


২০২৩ আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন গিল। ১৭ ইনিংসে ৮৯০ রান ছিল তার নামের পাশে। টুর্নামেন্ট জুড়ে তিনটি সেঞ্চুরি করে চমকে দিয়েছিলেন সবাইকে। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে সর্বশেষ আসরে রানার্স আপ হতে হয় দলটিকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball