promotional_ad

‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’

ফাইল ছবি
হেডিংলিতে অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। এজবাস্টনে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে পেয়েছেন সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টেই ভারতের অধিনায়ক করেছেন ৪৩০ রান। সবমিলিয়ে সিরিজের প্রথম দুই টেস্টে গিলের ব্যাট থেকে ৫৮৫ রান এসেছে। এমন ছন্দে থাকা গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে জফরা আর্চার। এমনটাই মনে করেন স্টুয়ার্ট ব্রড।

promotional_ad

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চলমান সিরিজের আগে ইংল্যান্ডের মাটিতে তিন টেস্টে শুভমান গিলের ব্যাটিং গড় ছিল মাত্র ১৪.৬৬। তবে হেডিংলিতে অধিনায়ক হিসেবে ব্যাটিংয়ে নেমেই নিজের পুরনো ব্যর্থতার ‘ভূত’কে পেছনে ফেলে ১৪৭ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। পরের টেস্টের প্রথম ইনিংসে গিল আউট হয়েছেন ২৬৯ রানে। একই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৬২ বলে ১৬১ রানের ইনিংস।


আরো পড়ুন

চোট কাটিয়ে ফিরলেন অ্যাটকিনসন

৭ জুলাই ২৫
ফাইল ছবি

দুই টেস্টেই গিলের বিপক্ষে সুবিধা করে উঠতে পারেননি ইংলিশ পেসাররা। ভারতকে চেপে ধরতে লর্ডসে ফেরানো হতে পারে আর্চারকে। চোটের কারণে সবশেষ চার বছরে টেস্ট খেলতে পারেননি তারকা এই পেসার। সাসেক্সের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পরই ফেরানো হয়েছে তাকে ইংল্যান্ডের স্কোয়াডে। এজবাস্টন টেস্টের একাদশে না রাখা হলেও লর্ডসে ফিরতে পারেন তিনি। এমন ইঙ্গিত দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। এদিকে ব্রড মনে করেন, গিলের বিরুদ্ধে আর্চারই সেরা অস্ত্র হতে পারে।


promotional_ad

নিজের পডকাস্ট ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’—এ ব্রড বলেন, ‘সে লম্বা, অ্যাথলেটিক, বল বাউন্স করায়, গতি আছে, সুইং করায়—সব মিলিয়ে সে এক্স ফ্যাক্টর। এমন খেলোয়াড় অনেকদিন না থাকলে প্রতিপক্ষ ভয় পায়। আর এই ছেলেটা কী করতে পারে, আমরা জানি। আর শুভমান গিল যেভাবে খেলছে, তার বিরুদ্ধে সেরা অস্ত্র হতে পারেন জফরা।’


আরো পড়ুন

আইএল টি-টোয়েন্টি লিগে দল পেলেন হেলস, লিভিংস্টোনরা

৭ জুলাই ২৫
ফাইল ছবি

ব্রড ধারণা করছেন, লর্ডসে গিলকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলতে পারেন আর্চার। ইংল্যান্ডের সাবেক এই পেসার আরও বলেন, ‘আপনি দৃশ্যটা কল্পনা করুন, প্যাভিলিয়ন এন্ড থেকে বল করছে জোফরা, স্লোপ ধরে বল ঢুকে আসছে, আর শুভমান গিল এলবিডব্লিউ—একেবারে শিনে লাগছে বল। এ কারণেই সে দলে ফিরছে।’


দুই টেস্টে বেশিরভাগ সময়ই দাপট দেখিয়েছে ভারত। প্রথম টেস্টে জসপ্রিত বুমরাহ ৫ উইকেট নিলেও এজবাস্টনে খেলানো হয়নি ডানহাতি এই পেসারকে। বুমরাহ না থাকলেও দ্বিতীয় টেস্টে ভারতকে জয় এনে দিয়েছেন আকাশ দীপ, মোহাম্মদ সিরাজরা। লর্ডসে বুমরাহর ফেরার কথা নিশ্চিত করেছেন গিল। ব্রড মনে করেন, বুমরাহ ফিরলে বাড়তি সুবিধা পাবে ভারত।


ব্রড বলেন, ‘পুরো সিরিজে ১০ দিন টেস্ট হয়েছে, আর আমার মতে ভারত ৯ দিনেই দাপট দেখিয়েছে। তারা এখন আরো শক্তিশালী হবে, কারণ তাদের দলে ফিরছেন বিশ্বের সেরা বোলার জসপ্রিত বুমরাহ। এত নিখুঁত পারফরম্যান্সের পর যদি তাকে দলে পাওয়া যায়, সেটা বাড়তি সুবিধা হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball