এমন ব্যর্থতার পরও নেতৃত্ব ছাড়তে নারাজ বাটলার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস
১৫ মে ২৫
এবারের বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি ইংল্যান্ডের। বর্তমান চ্যাম্পিয়নরা এবারের আসরে খেলেছে আন্ডারডগের মতোই। আসরে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে তারা দলের এমন পারফরম্যান্সেও নেতৃত্ব ছাড়তে রাজি নন জস বাটলার।
ভারত বিশ্বকাপে ব্যাট হাতে খুবই বাজে সময় কাটিয়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। দলের প্রায় সব ব্যাটারই চরম অফ-ফর্মে ছিলেন। এমনকি অধিনায়ক বাটলার নিজেও অফ-ফর্মে ছিলেন। পুরো আসরে একেবারেই হাসেনি তার ব্যাট।

এখন পর্যন্ত খেলা আট ম্যাচে ১৩.৮৭ গড়ে মাত্র ১১১ রান করেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার। আসরে তার সর্বোচ্চ রান ৪৩। সামনে থেকে নেতৃত্ব না দিতে পারার আফসোস আছে বাটলারের। দ্রুতই ফর্মে ফিরতে চান তিনি।
সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে রুটের কীর্তি, বুমরাহর পাঁচের পর রাহুলের দৃঢ়তা
১ ঘন্টা আগে
বাটলার বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আমি নেতৃত্ব দিতে চাই। ভারতে আজ রব কি আসছেন। আমি তার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করব, কোচও থাকবে। সবার সঙ্গেই কথা বলব। সেই সিরিজের পরিকল্পনা করব আমরা। হ্যাঁ অবশ্যই, আমি চালিয়ে যেতে চাই (অধিনায়কত্ব)।'
'সবাই হয়ত চাইবে সামনের থেকে নেতৃত্ব দেয়াটা। পারফরম্যান্সের মাধ্যমে নেতৃত্ব দেয়াটা। আগে যেভাবে আমি রানে ফিরেছি বা সফল হয়েছি সেই জিনিসগুলো এখনও করে যেতে থাকব। আশা করি, দ্রুতই এমন অবস্থা থেকে আমি বেরিয়ে আসব।'
দশ দলের বিশ্বকাপে বর্তমানে সাত নম্বরে আছে ইংল্যান্ড। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের সমান জয় থাকলেও রান রেটে এগিয়ে আছে দলটি। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দৌড়েও এগিয়ে আছে দলটি।