দ্রাবিড়কে ছাড়িয়ে স্মিথকে ছুঁলেন রুট

লর্ডসে টানা তিন ইনিংসেই সেঞ্চৃুরি করলেন জো রুট
শেষ বিকেলে মোহাম্মদ সিরাজের স্লেজিং করলেও সেটা সামলে ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন জো রুট। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন সকালে ইংল্যান্ডের ব্যাটারের সেঞ্চুরিটা প্রত্যাশিতই ছিল। দিনের প্রথম বলেই জসপ্রিত বুমরাহর অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি রুট। তবে গালিতে ফিল্ডার না থাকায় চার পেয়ে যান তিনি। বল সীমানায় ছুঁতেই লাফিয়ে উঠে সেঞ্চুরি উদযাপন করেন ইংলিশ তারকা।

promotional_ad

পরবর্তীতে হেলমেট খুলে আলতো করে চুমো দিয়ে ক্যারিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরি ছুঁয়েছেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় এতদিন রাহুল দ্রাবিড় ও স্টিভ স্মিথের সঙ্গেই ছিলেন রুট। তবে লর্ডসে সেঞ্চুরি করে তাদের দুজনকেই পেছনে ফেলেছেন। যার ফলে পাঁচ নম্বরে উঠে এসেছেন তিনি। ইংলিশ ব্যাটারের চেয়ে এক সেঞ্চুরি বেশি নিয়ে তালিকার চারে আছেন কুমার সাঙ্গাকারা। ৫১ সেঞ্চুরি নিয়ে সবার উপরে শচীন টেন্ডুলকার।


আরো পড়ুন

সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে রুটের কীর্তি, বুমরাহর পাঁচের পর রাহুলের দৃঢ়তা

১২ মিনিট আগে
লর্ডসে ভারতকে আগলে রেখেছেন লোকেশ রাহুল

দুইয়ে থাকা সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিসের সেঞ্চুরি সংখ্যা ৪৫টি। তিনে থাকা রিকি পন্টিং ৪১ টেস্ট সেঞ্চুরি করে অবসর নিয়েছেন। লর্ডসের পাওয়া সেঞ্চুরি ভারতের বিপক্ষে রুটের ১১তম সেঞ্চুরি। স্মিথের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে ১১ টেস্ট সেঞ্চুরি করেছেন রুট। স্মিথের ৪৬ ইনিংস লাগলেও ইংলিশ ব্যাটারের লেগেছে ৬০ ইনিংস। তাদের দুজনের পেছনে আছেন স্যার গ্যারি সোবার্স ও ভিভিয়ান রিচার্ডস।


promotional_ad



আরো পড়ুন

ডু প্লেসির চোটে কপাল খুলল জেসন রয়ের

১৮ ঘন্টা আগে
দ্য হান্ড্রেড

তারা দুজনই ভারতের বিপক্ষে ৮টি করে সেঞ্চুরি করেছেন। সোবার্সের ৩০ ইনিংস লাগলেও ভিভ রিচার্ডস সমান সেঞ্চুরি করেছিলেন ৪১ ইনিংসে। এদিকে বাজবল যুগে তৃতীয় ধীরগতির সেঞ্চুরি করেছেন রুট। ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের যুগে ২০২৪ সালে রাঁচিতে ২১৯ বলে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০২২ সালে ম্যানচেস্টারে সাউথ আফ্রিকার বিপক্ষে বেন ফোকস একশ করেছিলেন ২০৬ বলে।


তৃতীয় ব্যাটার হিসেবে লর্ডসে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন রুট। ১৪৩, ১০৩ এবং ভারতের বিপক্ষে ডানহাতি ব্যাটার আউট হয়েছেন ১০৪ রানে। রুটের আগে লর্ডসে ১৯১২-২৬ সময়কালে জ্যাক হবস ও ২০০৪-০৫ মৌসুমে মাইকেল ভন এমন কীর্তি গড়েছিলেন। সেঞ্চুরির পর বুমরাহর বলে আউট হয়েছেন রুট। টেস্টে ১১ বার ইংলিশ ব্যাটারের উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতীয় পেসারের সমান ১১বার রুটকে আউট করেছেন প্যাট কামিন্সও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball