শ্রীলঙ্কাকে ৫৫ রানে অল আউট করে সেমি ফাইনালে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
৮ ঘন্টা আগে
মোহাম্মদ শামি-মোহাম্মদ সিরাজদের আগুনে বোলিংয়ে ভারতের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা। ৩৫৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরা অল আউট হয়ে গেছে মাত্র ৫৫ রানে। অবশ্য বিশ্বকাপে এটা সর্বনিম্ন রানের ইনিংস নয়। এই রেকর্ডটি দখলে আছে কানাডার। তারা ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল। এর আগে ১৯৭৯ বিশ্বকাপে ৪৫ রানে অল আউট হওয়ারও নজির রয়েছে দলটির।
এদিকে ৩০২ রানের জয়ে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। এবারের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৭টিতেই জয়ের দেখা পেয়েছে স্বাগতিকরা। এই ম্যাচে বড় লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই শ্রীলঙ্কা হারায় পাথুম নিশাঙ্কার উইকেট। এরপর দলীয় ৪ রানের মধ্যে আরও তিন ব্যাটারের বিদায়ে বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। সেই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

সিরাজ ৯ বলের ব্যবধানে নিয়েছেন ৩ উইকেট। এরপর বোলিং আক্রমণে এসে টানা দুই উইকেট নিয়ে লঙ্কানদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন শামি। এরপর দুশমান্থ চামিরাকেও আউট করেন তিনি। একপ্রান্ত আগলে রাখা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফিরিয়ে লঙ্কানদের মিডল অর্ডারও গুঁড়িয়ে দেন শামি। শেষ দিকে রান তুলতে থাকা কাসুন রাজিথাকে আউট করে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন শামি। শেষদিকে ৫ রান করা দিলশান মাদুশঙ্কাকে আউট করে লঙ্কানদের গুটিয়ে দেন রবীন্দ্র জাদেজা।
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
এর আগে টসে হেরে ব্যাট হাতে নেমে শুরুতেই ব্যর্থ হয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত। তিনি আউট হয়েছিলেন ৪ রান করে। এরপর বিরাট কোহলি ও শুভমান গিলের ১৮৯ রানের জুটিতেই বড় রানের ভিত পেয়ে গিয়েছিল ভারত। শ্রেয়াস আইয়ার-রবীন্দ্র জাদেজারা মিলে ভারতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রানের বিশাল পুঁজি এনে দিয়েছেন।
কোহলি এবং গিল দুজনই পেতে পারতেন সেঞ্চুরি। মাদুশঙ্কার করা স্লোয়ার বাউন্সার বলে টপ এজ হয়ে উইকেটের পেছনে কুশাল মেন্ডিসকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৯২ রানে থাকা গিল। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি। তিনিও মাদুশঙ্কার কাটারে ড্রাইভ করতে গিয়ে কাভারে ক্যাচ দিয়েছেন পাথুম নিশাঙ্কার হাতে।
চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে ভারতের ইনিংস মেরামত শুরু করেন শ্রেয়াস আইয়ার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি রাহুল। এই উইকেটরক্ষক ব্যাটার ফিরে যান ২১ রান করে। ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদবও। তিনি আউট হয়েছেন ১২ রান করে। একপ্রান্ত আগলে রেখে খেলা আইয়ার আউট হয়েছেন ৫৬ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলে।
এরপর মোহাম্মদ শামি আউট হলে ভারতের গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে। অবশ্য জাদেজার ২৪ বলে ৩৫ রানের ইনিংসে বড় পুঁজি নিশ্চিত করে ভারত। ইনিংসের শেষ বলে তিনি রান আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১ রান করা বুমরাহ। বল হাতে ৮০ রান খরচা করলেও ৫ উইকেট পেয়েছেন মাদুশঙ্কা। একটি উইকেট গেছে দুশমান্থ চামিরার ঝুলিতে।