গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি
৯ জুলাই ২৫
ক্যারিয়ারের শুরু থেকেই আগ্রাসী উদযাপনের জন্য রীতিমতো বিখ্যাত বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে অবশ্য সেই বুনো উদযাপনগুলো করতে আর দেখা যায় না ভারতের এই ব্যাটিং তারকাকে। নিজেই জানিয়েছেন, শেষ আড়াই বছরে নিজেকে বদলে ফেলেছেন তিনি।
ক্যারিয়ারের শুরুর দিকে আগ্রাসী উদযাপনের জন্য অসংখ্যবার সংবাদের শিরোনামে এসেছে কোহলির নাম। কয়েক বছর আগেও বিদেশের মাটিতে দর্শকদের উদ্দেশ্যে দূর্বার উদযাপন করেছেন কোহলি।

এমনকি আগ্রাসী উদযাপনের জন্য আইসিসির কাছে বেশ কয়েকবার জরিমানাও গুণতে হয়েছে তাকে। এই কোহলিই অবশ্য গত কয়েকবছরে বেশ শান্ত। কিছুটা আগ্রাসী উদযাপন করলেও সেটা দর্শক বা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে করেন না তিনি।
সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড
১ ঘন্টা আগে
কোহলি বলেন, 'শেষ আড়াই বছর আমাকে অনেক কিছুই শিখিয়েছে। ওসব রাগত ভঙ্গিমায় উদযাপন অনেক আগের কথা। আমাকে মানুষজন অনেক পরামর্শ দিয়েছে। অনেকেই অনেক কথা বলেছে। মানুষ আমাকে বলেছে, আমি যেটা করছি সেটা ভুল।'
নিজের এমন পরিবর্তনে বেশ খুশি কোহলি। ক্যারিয়ারের শুরুর দিক থেকে অনেক উদযাপনের ভিডিও দেখেন তিনি। নিজের পরিবর্তন বেশ ভালোভাবেই উপভোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'আমি আমার সেরা সময়ের অনেক ভিডিও নিয়েছি। আমার কাছে এসব ছিল আরকি। একই রকমের মুভমেন্ট, বলের প্রতি একই রকমের নিবেদন। এটাই আমার মাথায় ঘুরছিল। এটা আমি কাউকে বলে বোঝাতে পারব না।'